You will be redirected to an external website

২০০০ টাকার নোট বদল করতে হলে কী জানাতে হবে, ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক

২০০০-টাকার-নোট-বদল-করতে-হলে-কী-জানাতে-হবে,-ঘোষণা-করল-স্টেট-ব্যাঙ্ক

২০০০ টাকার নোট বদল করতে হলে কী জানাতে হবে

কী ভাবে নোটবদল করা যাবে, তা জানিয়ে দেওয়া হলেও, নানা মুনির নানা মতে বিভ্রান্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলে নেওয়া যাবে।

রবিবার স্টেট ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনও পরিচয়পত্র দেখাতে হবে না, নির্দিষ্ট কোনও ফর্মপূরণও করতে হবে না। তবে এক লপ্তে মোট দশটি ২০০০ টাকার নোট অর্থাৎ ২০ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলানো যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।

স্টেট ব্যাঙ্কের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নোট বদল করা নিয়ে সমাজমাধ্যমে কয়েকদিন ধরেই ভুয়ো খবর ছড়াচ্ছিল। বলা হচ্ছিল নির্দিষ্ট একটি ফর্মপূরণ করে আধার কার্ড কিংবা অন্য কোনও পরিচয়পত্র দেখালে ব্যাঙ্কে পুরনো নোট বদলে দেওয়া হবে। তবে স্টেট ব্যাঙ্কের তরফে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অন্তত দশটি ২০০০ টাকার নোট বদলে এ সব কিছুই করতে হবে না গ্রাহকদের। এমনকি ব্যাঙ্কের গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কোথাও-তাপপ্রবাহ,-কোথাও-ঝড়বৃষ্টি!-ভিজতে-পারে-কোন-কোন-জেলা? Read Next

কোথাও তাপপ্রবাহ, কোথাও ঝ...