এপ্রিল জুড়ে কী হবে আবহাওয়ার পরিস্থিতি
হু হু করে বাড়ছে গরম। এবার গরম শুরু হতে না হতেই আবারও সতর্ক করলেন পরিবেশবিদরা। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্য়ে চরম তাপপ্রবাহের শিকার হতে পারেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের তরফ থেকে এই ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা দেশের বেশির ভাগ জায়গায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বে ওড়িশা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার কম থাকবে।
যে রাজ্যগুলিতে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে, সেগুলি হল মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্য প্রদেশ, ওড়িশা, ছত্তীশগঢ় ও অন্ধ্র প্রদেশ। আইএমডি চিফ মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গায় একটানা ৮ থেকে ১০ দিন ধরে চলবে তাপপ্রবাহ।