মাছ-মাংস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা আমজনতার ! সংগৃহীত ছবি
মাংসের দোকানে দাম মাংসের দাম ফের একবার ঊর্ধ্বগতিতে ছুটল । রবিবারের ছুটির দিনে মাংস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা আমজনতার। বিশেষ করে মাছ- মাংস কিনতে গিয়ে খালি হতে পারে পকেট। মাছের বাজারেও খুব একটা স্বস্তির জায়গা নেই । রুই মাছ ছাড়া অন্য সব বড় মাছেরই দাম আগুন ।
রবিবারে ফির একবার হু হু করে বাড়ল চিকেনের দাম। যাবতীয় রেকর্ড ভেঙে আরও একবার মুরগির মাংসের দাম পেরল 250 টাকা। ফলে রবিবারের সকালে বাজার করতে গিয়ে রীতিমতো হতবাক আমজনতা। গত সপ্তাহে চিকেনের দর ছিল 220 থেকে 230 টাকার আশেপাশে। কিন্তু এই সপ্তাহে তা 250 পার করেছে শহরের অনেক জায়গাতেই। ফলে রবিবারের বাজারে মাংস কিনতে গিয়ে অনেকেই মাছ কিনে নিয়ে ফিরছেন।
এছাড়া চিংড়ি মাছেরও দাম রয়েছে চড়া। ছোট চিংড়ির প্রতি 100 গ্রামে দাম 30 টাকা। বাগদা চিংড়ির কেজি 400- 450 টাকা ও বড় গলদার দাম রয়েছে 700 টাকা। এছাড়া জিওল মাছের মধ্যে কইয়ের কেজি রয়েছে 400 টাকা। লোটে মাছের দাম 120 টাকা। আমুদি মাছের কেজি রয়েছে 100 টাকা।
যদি মাংসের দাম দেখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পোল্ট্রি কেজি রয়েছে 240 থেকে 260 টাকার মধ্যে। গোটা মুরগির দাম রয়েছে প্রতি কেজিতে 140 থেকে 155 টাকা। পাশাপাশি মাটনের দোকানেও রবিবারে ব্যাপক লাইন। তবে মটন এর দামও রয়েছে চড়া। প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে 740 থেকে 800 টাকা কেজিতে।