You will be redirected to an external website

Monsoo: কলকাতার আকাশে জমবে মেঘ! শহর-শহরতলিতে বর্ষার বৃষ্টি শুরু কবে?

Monsoo:-কলকাতার-আকাশে-জমবে-মেঘ!-শহর-শহরতলিতে-বর্ষার-বৃষ্টি-শুরু-কবে?-

শহরতলিতে বর্ষার বৃষ্টি শুরু কবে?

চাতকের মতো আকাশের দিকে চেয়ে রয়েছে কলকাতাবাসী। কবে শহরে নামবে স্বস্তির বৃষ্টি? কবে কলকাতায় ঢুকবে মৌসুমি বায়ু? সেই অপেক্ষায় দিন গোনা চলছে। এমতাবস্থায় স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকের তুলনায় চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রয়েছে। তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে চরমে। ফলে দিনভর ঘেমেনেয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। ফাইল ছবি।

আগামিকাল শনিবারও একই থাকবে পরিস্থিতি। বেলা যত বাড়বে, অস্বস্তি ততটাই বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু কিছু জায়গায়। তবে বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। তবে রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

শুক্রবার কলকাতার বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫-৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩১ এবং ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।রবির থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে কলকাতাতেও রবিবারের পর প্রবেশ করতে পারে বর্ষার মেঘ। হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় বর্ষার প্রবেশ করলেও থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।উত্তরবঙ্গে আরও ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই ১৭ জুন শনিবার পর্যন্ত। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Coromandel-Express:-করমণ্ডল-দুর্ঘটনার-এখনও-নিখোঁজ-বহু-মানুষ!-বিশেষ-ব্যবস্থা-ওড়িশা-সরকারের Read Next

Coromandel Express: করমণ্ডল দুর্ঘটন...