You will be redirected to an external website

Anubrata Mondal:‘কখন পাঠাবেন’ কেষ্টকে? জানতে চেয়ে জেলকে চিঠি ইডির!

Anubrata-Mondal:‘কখন-পাঠাবেন’-কেষ্টকে?-জানতে-চেয়ে-জেলকে-চিঠি-ইডির!

কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল?

শনিবারই কলকাতা হাই কোর্টে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতের আর্জি খারিজ হয়েছে। দিল্লি যাত্রা আটকাতে তিনি আবেদন করেছিলেন। কিন্তু বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দেন ইডি চাইলে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে। তবে তার আগে কলকাতায় কোনও কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতের শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দেন তিনি। সেই সব রিপোর্ট যাবে দিল্লির আদালতে। পাশাপাশি আকাশপথে কেষ্টকে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যা নাগাদ ইডির তরফে চিঠি যায় আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু কোনও উত্তর আসেনি বলে দাবি ইডির। তার পর রবিবার সকালেও দু’টি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইডি। নিয়ম অনুযায়ী, আসানসোল জেল কর্তৃপক্ষ জানাবেন কোন সময় অনুব্রতকে নিয়ে যাওয়া হবে। অন্য দিকে, জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। তারা যে কোনও সময় অনুব্রতকে নিয়ে যাবেন। পরে অবশ্য জেল কর্তৃপক্ষ জানিয়ে দেন, অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ। চাইলে ইডি সেই দায়িত্ব নিতে পারে। এমনটাই দাবি করেছে পুলিশের একটি সূত্র।

সূত্রের খবর, আসানসোল বিশেষ সংশোধনাগারের পক্ষ থেকে অনুব্রতকে দিল্লি রওনা করানোর জন্য বিশেষ বাহিনী চেয়ে আবেদন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে। কিন্তু জেল কর্তৃপক্ষ নাকি সাড়া পাননি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Koustav-Bagchi:‘মমতা-এখন-আমাকে-ভয়-পাচ্ছেন’,-দাবি-কৌস্তভের Read Next

Koustav Bagchi:‘মমতা এখন আমাকে ভয় ...