You will be redirected to an external website

‘ইচ্ছা নেই’, বরযাত্রী ঢুকতেই আচমকা বিয়ে ভেঙে দিলেন তরুণী!

‘ইচ্ছা-নেই’,-বরযাত্রী-ঢুকতেই-আচমকা-বিয়ে-ভেঙে-দিলেন-তরুণী!

বরযাত্রী ঢুকতেই আচমকা বিয়ে ভেঙে দিলেন তরুণী!

সারা দেশে প্রতি দিন কতই না বিয়ে হয়, কত বিয়ে আবার ভেঙেও যায়। কিন্তু এ ক্ষেত্রে, বিয়ে ভাঙার কারণ যথেষ্ট বিস্ময়কর। কারণ কনে বিয়ে বাতিল করার জন্য তেমন কোনও কারণই দেখাতে পারেননি। তিনি কেবল জানিয়েছেন, বিয়ে করতে তাঁর ইচ্ছা করছে না।

ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় এলাকার। গত ২৩ এপ্রিল ওই তরুণীর বিয়ের দিন স্থির হয়েছিল। সকাল থেকে বিয়ের সমস্ত আয়োজন চলেছে। যথাসময়ে পাত্র, মিত্র নিয়ে বিয়ের আসরে হাজির হয়েছেন বর। কিন্তু তাঁকে কনে তখনই সটান জানিয়ে দিয়েছেন, তিনি এখন বিয়ে করবেন না। কারণ, বিয়ে করতে তাঁর ইচ্ছা করছে না।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণীর বিয়ের কয়েক দিন পর তাঁর ভাইয়েরও বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ভাইয়ের সেই বিয়েটি হঠাৎ বাতিল হয়ে যায়। তার কারণও বিচিত্র। জানা গিয়েছে, যে তরুণীর সঙ্গে কনের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, পরে জানা যায় সে নাবালিকা। সেই কারণে বিয়ে বাতিল হয়ে যায়। ভাইয়ের বিয়ে ভাঙায় পরিবারে শোকের আবহ চলছিল। সেই মনখারাপের মাঝে নিজের বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলেন কনে। তাই বরযাত্রী আসার পর বিয়ে ভেঙে দিয়েছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

প্রতি নিয়তই আবহাওয়ার পর...