You will be redirected to an external website

গরমের ছুটি শেষে স্কুল খুলবে কবে...?তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা

গরমের-ছুটি-শেষে-স্কুল-খুলবে-কবে...?তৎপরতা-শুরু-করেছে-রাজ্য-স্কুল-শিক্ষা-দফতরের-আধিকারিকরা

গরমের ছুটি শেষে স্কুল খুলবে কবে

গত ২রা মেয়ে থেকে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে গরমের ছুটি দেওয়া হলেও স্কুল কবে থেকে খুলবে সেই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় কিছু উল্লেখ ছিল না। ফলত স্কুল কবে খুলবে তা নিয়ে কার্যত অন্ধকারে মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদও। এবার সেই বিষয় নিয়ে তৎপরতা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

পর্ষদ সূত্রে খবর মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫ জুন থেকে স্কুল খোলার কথা। সেক্ষেত্রে ওই দিন থেকেই স্কুল খুলবে নাকি কোন দিন থেকে স্কুল খুলবে সেই বিষয় নিয়ে জানতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছ থেকে। পর্ষদের আধিকারিকরা মনে করছেন দীর্ঘ এক মাসেরও বেশি সময়সীমা ধরে স্কুলে স্কুলে গরমের ছুটি থাকার জন্য পঠন-পাঠনে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের। সে ক্ষেত্রে আর সময়সীমা নষ্ট না করে স্কুল খোলার পক্ষে পর্ষদের একাংশ। অন্যদিকে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর আজ অথবা আগামী কালই রাজ্য স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিতে পারে গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে। ইতিমধ্যেই তার তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

তবে শুধু গত ২রা মে থেকে নয়, এর আগেও ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহ অত্যাধিক গরমের জন্য রাজ্যজুড়ে স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল গরমের ছুটির এগিয়ে আনার জন্য ক্লাসরুমে যে পঠন-পাঠন ব্যাহত হবে তা অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে পূরণ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সেক্ষেত্রে অতিরিক্ত ক্লাস কী ভাবে করানো হবে তা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারাই ঠিক করবেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ইডির তলবে গিয়েও আত্মবিশ...