ভোটের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মুখ হবেন কে
লোকসভা ভোটের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মুখ হবেন কে? এ প্রশ্নের জবাব সরাসরি এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও তিনি বলেছেন, ভোটের পরে বিষয়টি নিয়ে কথা হবে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রবিবার বলেছিলেন, ২০৩৬ সালের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, ২০৩৬ সাল পর্যন্ত মমতাই মুখ্যমন্ত্রী থাকবেন। তার পরে অভিষেক হবেন মুখ্যমন্ত্রী মমতার উত্তরসূরি। আর সোমবার কুণালের দাবি, ২০২৪ সালের লোকসভা ভোটে বিরোধী জোটের মুখ হোন মমতা।
মঙ্গলবার বিকেলে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। তার ২৪ ঘন্টচা আগে কুণালের ওই মন্তব্য বিভিন্ন দিক থেকে ‘তাৎপর্যপূর্ণ’। অনেকে বলছেন, এটি আসলে জোটের বৈঠকের আগে কংগ্রেসের উপর চাপ তৈরির কৌশল। আবার অনেকের মতে, এটি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে অভিষেকের অভিষেক ত্বরাণ্বিত করার বার্তা। সোমবার তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল বলেছেন, ‘‘যদি মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিল্লিতে কোনও গুরুদায়িত্ব চলে আসে, তা হলে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘যদি দেশ পরিচালনার চ্যালেঞ্জ সামনে আসে, যদি দেশবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, তখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন।’’
কুণাল আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন। তার পরে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব-আলোচনার কোনও অবকাশ নেই। কিন্তু এর মাঝে যদি দেশের বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ মমতাদির সামনে চলে আসে, তা হলে তা তিনি গ্রহণ করবেন না কেন? সেই সন্ধিক্ষণে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক।’’ কুণালের ব্যাখ্যা, রাজনীতিক হিসেবে মমতাকে গোটা দেশ চেনে।