You will be redirected to an external website

Election 2024: সারদা মায়ের বাড়ি যাবেন মোদী,রোড-শোয়ের আগে নতুন পরিকল্পনা কেন বিজেপির

Election-2024:-সারদা-মায়ের-বাড়ি-যাবেন-মোদী,রোড-শোয়ের-আগে-নতুন-পরিকল্পনা-কেন-বিজেপির

রোড-শোয়ের আগে নতুন পরিকল্পনা কেন বিজেপির

দিল্লিবাড়ির লড়াইয়ে প্রথম বার কলকাতা উত্তরের প্রচারে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে বিজেপি শিবিরে উত্তেজনা তুঙ্গে। ঝড়বৃষ্টি মিটে যেতেই সল্টলেকে বিজেপি দফতরে সোমবার সন্ধ্যায় বিশেষ বৈঠকে বসেন রাজ্য নেতারা। আগেই ঠিক হয়েছিল, কলকাতায় প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচিকে রঙিন চেহারা দেওয়া হবে। 

প্রথমে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোদীর রোড-শো কোন পথে যাবে, তা চূড়ান্ত করে ফেলেছিল রাজ্য বিজেপি। মোদীর নিরাপত্তা-সহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয় যাত্রাপথ। তবে শেষ মুহূর্তে সামান্য রদবদল হয়েছে। যেখানে শুরুর কথা ছিল সেখানে শেষ হবে। আর শুরু হবে যেখানে শেষ হওয়ার কথা ছিল। মোদীর রোড-শো হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত। 

তবে তার আগে মোদীর যাওয়ার কথা কলকাতার আর এক স্মৃতিসরণিতে। উত্তর কলকাতার বাগবাজারের কাছে এক নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িটিই ‘মায়ের বাড়ি’ হিসাবে পরিচিত। এই বাড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র ‘উদ্বোধন’ পত্রিকারও অফিস। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে রামকৃষ্ণ-জায়া সারদাদেবী এই বাড়িতেই থাকতেন। বাড়ির ছাদ থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যেত। রামকৃষ্ণ মিশনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মোদীর। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কখনও বাগবাজারের এই বাড়িতে আসেননি। মঙ্গলবারই তিনি প্রথম বার সেখানে যেতে পারেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kolkata-Metro:-ব্যাহত-মেট্রো-পরিষেবার-জন্য-পুরসভার-দিকে-আঙুল-কর্তৃপক্ষের!- Read Next

Kolkata Metro: ব্যাহত মেট্রো পরিষ...