You will be redirected to an external website

Weather Update: আসি আসি করেও কেন আসছে না বৃষ্টি?জানাল আলিপুর হাওয়া অফিস

Weather-Update:-আসি-আসি-করেও-কেন-আসছে-না-বৃষ্টি?জানাল-আলিপুর-হাওয়া-অফিস

আসি আসি করেও কেন আসছে না বৃষ্টি?

 দক্ষিণবঙ্গের কোথাও এখনও সে ভাবে বৃষ্টি নামেনি। আনুষ্ঠানিক ভাবে বর্ষাও প্রবেশ করেনি। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তবে মন ভরানোর মতো বৃষ্টির পূর্বাভাস দেওয়া যায়নি। বরং আলিপুরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই দক্ষিণবঙ্গে।

বুধবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। রোদ প্রায় ওঠেনি বললেই চলে। সেই সঙ্গে রয়েছে গরমের তীব্র অস্বস্তি এবং ঘাম। বৃষ্টি যেন এসেও আসছে না। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাল, দক্ষিণে বর্ষার ‘কাঁটা’ আসলে অক্ষরেখা।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত বর্ষা থমকে আছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকা এবং উত্তরের বাকি অংশেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উঁচুতে। এ ছাড়া উত্তরবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত। 

উত্তরবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত হওয়ায় জলীয় বাষ্প সে দিকে সরে যাচ্ছে। বৃষ্টিও হচ্ছে উত্তরেই। দক্ষিণবঙ্গে থাকাকালীন জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সুযোগ পাচ্ছে না। হাওয়া অফিসের এক কর্তা জানান, যদি দক্ষিণে কোনও নিম্নচাপও তৈরি হত, তা হলেও জলীয় বাষ্প এই জেলাগুলিতে বৃষ্টি আনতে পারত। কিন্তু এই মুহূর্তে তেমন কোনও সম্ভাবনা নেই। ওই কর্তা আরও জানান, বর্ষাকালের সব পর্যায়ে বৃষ্টি হয় না। এখন তেমনই একটি পর্যায় চলছে। কোথাও কোথাও বৃষ্টি যে হচ্ছে না, তা নয়। তবে সামান্য বৃষ্টি হচ্ছে। আলিপুর দফতর থেকেও শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস এখন নেই।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-Heatwave:-দিল্লির-গরমে-মৃত-বেড়ে-২০!-তাপপ্রবাহ-নিয়ে-সতর্ক-কেন্দ্র Read Next

Delhi Heatwave: দিল্লির গরমে মৃত ব...