You will be redirected to an external website

G20 Summit 2023: স্ত্রীর করোনা বাইডেন কোভিড নেগেটিভ,তবে আসছেন বাইডেন

G20-Summit-2023:-স্ত্রীর-করোনা-বাইডেন-কোভিড-নেগেটিভ,তবে-আসছেন-বাইডেন

স্ত্রীর করোনা, তবে আসছেন বাইডেন

আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে তাঁরা যে যোগ দিতে পারছেন না, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন রাশিয়া এবং চিনের প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে তাঁদের নয়াদিল্লি আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান জানান, বাইডেন কোভিড নেগেটিভ। তাই বৃহস্পতিবার তিনি দিল্লিতে আসছেন।

তবে শীর্ষ নেতাদের না আসা নিয়ে তৈরি হওয়া প্রচার এবং অস্বস্তির মোকাবিলা করতে তৎপর সাউথ ব্লক। বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রে ইতিমধ্যেই বলা হয়েছে, এর আগের বেশিরভাগ জি২০-তে অনেক রাষ্ট্রনেতাই আসেননি। তাতে মহাভারত অশুদ্ধ হয় না। আজ আসরে নেমেছেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, ‘‘কোনও রাষ্ট্র কাকে প্রতিনিধি করে পাঠাবে সেটা তার ব্যাপার। প্রতিনিধিত্বের স্তর দেখে সেই রাষ্ট্রের গুরুত্ব সম্মেলনে মাপা হয় না।’’

চলতি সপ্তাহে দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে চিনের বিদেশ মন্ত্রক ইতিবাচক সাড়া দিল। তারা বলেছে, “এই শীর্ষ সম্মেলনের আয়োজনে আমরা ভারতকে সমর্থন করছি এবং সম্মেলনকে সফল করতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৃণমূলের-ভরসা-দেবাংশুতেই,-৩৭-জনের-কমিটিতে-তিনিই-সভাপতি Read Next

তৃণমূলের ভরসা দেবাংশুতে...