You will be redirected to an external website

আজ গ্রেফতার হবেন অরবিন্দ কেজরীবাল?‘পূর্বাভাস’ আপ নেতামন্ত্রীদের

আজ-গ্রেফতার-হবেন-অরবিন্দ-কেজরীবাল?‘পূর্বাভাস’-আপ-নেতামন্ত্রীদের

আজ গ্রেফতার হবেন অরবিন্দ কেজরীবাল?

দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় দাবি। তাও আবার তাঁর দলের সদস্যরাই এই দাবি করছেন। বুধবার মধ্য় রাত থেকে সরগরম রাজধানীর রাজনৈতিক মহল। একের পর এক আপ নেতা সোশ্য়াল নেটওয়ার্কে পোস্ট করতে থাকেন। তাঁদের দাবি, বৃহস্পতিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়িতে হানা দেবে ইডি (ED) এবং গ্রেফতার করা হতে পারে কেজরীবালকে। 

বুধবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের। দিল্লির আবগারি নীতি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য়ই সমন পাঠানো হয়েছিল কেজরীবালকে। কিন্তু গত দুইবারের মতো এবারও তিনি সমন এড়িয়ে যান। তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও, ইডির পাঠানো সমন বেআইনি বলে দাবি করেন তিনি।

এদিকে, বারংবার সমন এড়ানোর পরই জল্পনা শোনা গিয়েছিল যে এবার কেজরীবালের বিরুদ্ধে আদালতে যেতে পারে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্যা ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।

রাত ১১টা ৫০ মিনিট নাগাদ আপ নেত্রী অতিশি পোস্ট করেন, “খবর পাচ্ছি যে আগামিকাল সকালে অরবিন্দ কেজরীবালের বাড়িতে হানা দেবে ইডি। গ্রেফতার হতে পারেন কেজরীবাল।”

এর দু মিনিট বাদেই সৌরভ ভরদ্বাজও একই পোস্ট করেন। তিনিও দাবি করেন ইডি হানা দেবে মুখ্য়মন্ত্রী কেজরীবালের বাড়িতে এবং তাঁকে গ্রেফতার করতে পারে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-পর-পর-দু’বার-কেঁপে-উঠল-মাটি,-জাপানের-পর-এ-বার-ভূমিকম্প-আফগানিস্তানে Read Next

Earthquake: পর পর দু’বার কেঁপে উ...