মোচার দাপট কি সামলাতে পারবে রাজ্য ?
‘আমফান’, ‘যশ’-এর মতো প্রবল ঘূর্ণিঝড়ের মতোই এবারও কি মোচার দাপট সামলাতে হবে রাজ্যকে! মোচা নিয়ে আশঙ্কায় রয়েছে রাজ্যবাসী। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার থেকে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরও ঘনীভূত হবে সোমবার ৮ মে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার ৯ মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের দিকে।
ভারতের মৌসম ভবন নজর রাখলেও এখনও তার গতিপথ নিয়ে সঠিক কোনও তথ্য দেয়নি। যদিও প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে, যখন তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূলের দিকে। ১০ অথবা ১১ মে এটি গতিপথ পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হয়ে এটি আরও শক্তিশালী হবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে শুক্রবার সকালে জানানো হয়েছে, আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দু’একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের দিকে হওয়ায় বাংলায় তেমন দাপট দেখানোর আশঙ্কা নেই।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলের মৎস্যজীবীদের রবিবার থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।