You will be redirected to an external website

আহমেদাবাদে আবারও বৃষ্টির ভ্রূকুটি! আজও কি ভেস্তে যাবে ধোনি বনাম হার্দিক ফাইনাল?

আহমেদাবাদে-আবারও-বৃষ্টির-ভ্রূকুটি!-আজও-কি-ভেস্তে-যাবে-ধোনি-বনাম-হার্দিক-ফাইনাল?

আজও কি ভেস্তে যাবে ধোনি বনাম হার্দিক ফাইনাল?

লাগাতার বৃষ্টিতে রবিবার ভেস্তে যায় আইপিএল ফাইনাল । ঠিক হয় রিজার্ভ ডে-তেই গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ হবে। কিন্তু আজ, সোমবার আবারও কি মেগা ফাইনালে বাদ সাধতে পারে বৃষ্টি? জেনে নেওয়া যাক হাওয়া অফিসের পূর্বাভাস।

সোমবার সকালের দিকে জানানো হয়েছিল এদিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪০-৫০ শতাংশ। যে কারণে ম্যাচ শুরু হতে খানিকটা দেরি হতে পারে। স্বাভাবিক ভাবেই এমন খবরে মুখ ভার হয়ে যায় দর্শকদের। তবে এই পূর্বাভাসের কয়েক ঘণ্টা পর খানিক স্বস্তির খবর দেওয়া হল আবহাওয়া দপ্তরের তরফে। জানানো হয়েছে, বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে হয়েছে ৭ শতাংশ। ৬টা নাগাদ এই হার আরও কমে পাঁচ শতাংশে নেমে যাবে। আর সন্ধে ৭টার পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাই ম্যাচ আয়োজনে কোনও বাধা থাকবে না বলেই আশ্বাস দিচ্ছেন আবহবিদরা।

তবে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও ৯০ শতাংশ সময় আকাশ মেঘলা থাকতে পারে। ক্রিকেটপ্রেমীদের আশা, এদিন যেন আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে না যায়। ফাইনালে যেন একটা দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী থাকা যায়।সোমবার নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে শেষমেশ অন্তত ৫ ওভার করে খেলানোর চেষ্টা করা হবে। কিন্তু তেমনটাও না সম্ভব হলে সুপার ওভারে নির্ধারিত হবে কে চ্যাম্পিয়ন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

এক-মাঘে-শীত-যায়-না!-বাইরনের-দলবদলে-তৃণমূলকে-তীব্র-আক্রমণ-অধীর-চৌধুরীর Read Next

এক মাঘে শীত যায় না! বাইরন...