You will be redirected to an external website

হাজার টাকার নোট কি আবার চালু করা হবে?আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে

হাজার-টাকার-নোট-কি-আবার-চালু-করা-হবে?আলোচনা-শুরু-হয়েছে-বিভিন্ন-মহলে

হাজার টাকার নোট কি আবার চালু করা হবে

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার টাকার নোট জমা করতে হবে। এই আবহে ১ হাজার টাকার নোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার পর কি বাজারে আবার হাজার টাকার নোটের প্রত্যাবর্তন ঘটতে পারে? এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।

আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন, ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হলেও নতুন করে হাজার টাকার নোট চালু করার কোনও পরিকল্পনা নেই। ৭ বছর আগে দেশে হাজার টাকার নোট চালু ছিল। ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ টাকা এবং ১ হাজার টাকার নোট বাতিল করে নরেন্দ্র মোদীর সরকার। তার পরেই বাজারে আসে নতুন ২ হাজার টাকার নোট। কিন্তু সেই নোটও এ বার বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে দেশে আবার হাজার টাকার নোট চালু করা হবে কি না, এই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এমন কোনও ভাবনা নেই বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চার-দিন-বৃষ্টি-কলকাতা-সহ-দক্ষিণবঙ্গে,-শিলাবৃষ্টি-মঙ্গল-এবং-বুধে,-জারি-কমলা-সতর্কতা Read Next

চার দিন বৃষ্টি কলকাতা-সহ ...