You will be redirected to an external website

India vs Pakistan: ৮০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত,পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়

India-vs-Pakistan:-৮০-বল-বাকি-থাকতেই-ম্যাচ-জিতে-নিল-ভারত,পাকিস্তানের-বিরুদ্ধে-৮-উইকেটে-জয়

পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়

ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান এ-কে হারিয়ে দিল ভারত এ। আট উইকেটে ম্যাচ জিতলেন যশ ঢুলেরা। ছক্কা মেরে ম্যাচ জেতালেন সাই সুদর্শন। পাকিস্তানের ২০৫ রানের জবাবে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিলেন তাঁরা।

ভারত এবং পাকিস্তান দুই দলই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ যে দল জিতবে, তারা গ্রুপ শীর্ষে শেষ করবে। সেই লড়াইয়ে নেমে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা হাঙ্গারগেকর শুরু থেকেই উইকেট নিতে শুরু করেন। মাত্র ৯ রানে পাকিস্তানের ২ উইকেট চলে যায়। এর পরের কোনও জুটি সে ভাবে দানা বাঁধছিল না। একের পর এক ব্যাটার সাজঘরে ফিরছিলেন।

৯৫ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের মুবাসির খান এবং কাসিম আক্রম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তাঁরা ৪৩ রানের জুটি গড়েন। না হলে আরও কম রানে শেষ হয়ে যেতে পারত পাকিস্তানের ইনিংস। ২৮ রান করে মুবাসির আউট হওয়ার পর কিছুটা লড়াই করেন কাসিম। তিনি ৪৮ রান করেন। নিশান্ত সিন্ধু নেন মুবাসিরের উইকেট। কাসিমকে ফেরান হাঙ্গারগেকর। নবম স্থানে ব্যাট করতে নেমে মেহরান মুমতাজ করেন ২৫ রান। তিনি অপরাজিত থাকেন। পাকিস্তানের ইনিংস শেষ ২০৫ রানে।

এই জয়ের ফলে ভারত এ গ্রুপ শীর্ষেই রইল। সেমিফাইনালে তাই ভারত এ খেলবে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। পাকিস্তান এ খেলবে শ্রীলঙ্কা এ-র বিরুদ্ধে। দু’টি ম্যাচই হবে ২১ জুলাই। সকাল ১০টা থেকে খেলবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। দুপুর ২টো থেকে ভারত-বাংলাদেশ। ফাইনাল ২৩ জুলাই। সব ক’টি ম্যাচই হবে কলম্বোতে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অতি-ভারী-বৃষ্টির-কারণে-ধস,মহারাষ্ট্রে-আটক-বহু-পরিবার Read Next

অতি ভারী বৃষ্টির কারণে ধ...