বাজারের আগুন দামে অস্বস্তি তীব্র
শীতের শুরুতে বাজার তুলনামূলক ভাবে ছিল সস্তা। বিশেষ করে সবজির বাজারে নানা সবজির দাম রেকর্ড কমেছিল। ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, ওলকপির মতো সবজির দাম কমেছিল সবচেয়ে বেশি। তবে, শুধুমাত্র শীতের সবজি না একইসঙ্গে 12 মাসের নানা সবজির দামও কমেছিল অনেকটাই। সেই তালিকায় ছিল আলু, পটল, কুমড়োর মতো সবজিও।
কিন্তু শীত বিদায় নিতেই বাজারে কমেছে সবজির আধিক্য। ফলে দামও যেন কিছুটা বাড়ছে। বিশেষ করে কিছু সবজির দাম বেড়ে গিয়েছে প্রায় দেড়গুন। তুলনামূলক ভাবে দামি হয়েছে কুমড়ো, উচ্ছের মতো সবজি। বাজারে চড়া দামে বিক্রি হওয়া সবজির তালিকায় রয়েছে পটল, ঢ্যাঁড়শ। পটলের কেজি বিকোচ্ছে 80 টাকায়, ঢ্যাঁড়শের দাম রয়েছে 60 -70 টাকা। এঁচড়ের কেজি রয়েছে 60 টাকা। অন্যদিকে কাঁচা আমের দাম রয়েছে 80-100 টাকা কেজি।
যদি বাজারে সস্তা সবজি খোঁজা হয়, তবে সর্বাগ্রে নাম রয়েছে আলুর। 10 টাকা কেজি থেকে শুরু হচ্ছে জ্যোতি আলুর দাম। চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 18-20 টাকা কেজি। কুমড়োর কেজি রয়েছে 30 টাকা। উচ্ছে বিকোচ্ছে 40-50 টাকা কেজিতে। পেঁপের দাম রয়েছে কেজিতে 30 টাকা। বেগুনের দাম রয়েছে 40 টাকা।
অন্যদিকে মাছ- মাংসের দাম রয়েছে চড়া। ডিম তুলনামূলক সস্তা হলেও মাছ বাজারে বড় মাছে হাত ছোঁয়ানোর উপায় নেই নিম্ন-মধ্যবিত্তের। একমাত্র তুলনামূলক ভাবে সস্তা রয়েছে রুই মাছ। কাতলা মাছের কেজি রয়েছে 400 টাকা। ভেটকি মাছের দাম রয়েছে 500 টাকা। পাবদার দাম শুরু হচ্ছে 400 টাকা থেকে। এমনকি ভোলা মাছও বিক্রি শুরু হচ্ছে 300- 350 টাকা কেজি থেকে।
অন্যদিকে, মাংসের দোকানেও দাম বেশ চড়াই রয়েছে । পোলট্রি চিকেনের দাম রয়েছে 240 -255 টাকা কেজি। গোটা মুরগির কেজি রয়েছে 145- 155 টাকা। দেশি মুরগির কেজি রয়েছে 350-400 টাকা কেজি। পাশাপাশি মাটনের গায়ে দামের জেরে হাত ছোঁয়ানোর উপায় নেই আমজনতার। কেজি প্রতি মাটন বিক্রি হচ্ছে 700- 780 টাকা দরে।