বিছের আতঙ্কে বিমানযাত্রী ! প্রতীকী ছবি
নাগপুর থেকে মুম্বইগামী ওই বিমানের মধ্যে এক মহিলাকে কাঁকড়াবিছে কামড়ায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুম্বই বিমানবন্দরে।আকাশপথে রীতিমত ভীতির সৃষ্টি করছে বিছে। মাঝ আকাশে বিমানের মধ্যে বসে থাকা এক মহিলা যাত্রীকে আচমকাই কামড় বসায় এক বিছে। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন বিমান কর্মীরা।
বিমানের মধ্যে বিছে কামড়ানোর মত ঘটনা এর আগেও এক দুবার সংবাদ মাধ্যমে শোনা গিয়েছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। আকাশপথে রীতিমত ভীতির সৃষ্টি করছে বিছে। মাঝ আকাশে বিমানের মধ্যে বসে থাকা এক মহিলা যাত্রীকে আচমকাই কামড় বসায় এক বিছে। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন বিমান কর্মীরা। বিমানের মধ্যে প্রাথমিক কিছু চিকিৎসার হয় যাত্রীর। এরপর বিমান অবতারণের পর মহিলাকে বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিপদমুক্ত হন ওই যাত্রী।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ঘটনা প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করে জানায়, 'গত ২৩ এপ্রিল AI 630 বিমানের মধ্যে খুবই দুর্ভাগ্যজনক এক ঘটনা ঘটে। এক যাত্রীকে বিছে কামড়ায় ওই বিমানে। বিমান অবতারণের সঙ্গে সঙ্গে আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল বিমানবন্দরের হাসপাতালে। সেখানে চিকিৎসা চলেছে তাঁর। এখন পুরোপুরি বিপদমুক্ত ওই যাত্রী’।
মাঝ আকাশে বিমানের মধ্যে বসে থাকা এক মহিলা যাত্রীকে আচমকাই কামড় বসায় এক বিছে সেখানে চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়। পরে মুম্বই বিমানবন্দরে বিমানটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই ওই মহিলা যাত্রীর চিকিৎসা করানো হয়। তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই মহিলাকে হাসপাতালে থেকে ছাড়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।