নারীরা সুরক্ষিত, সাইকেলে দেশভ্রমণে অভিনব বার্তা ভোপালের যুবতীর
সাইকেল নিয়ে ভারত ভ্রমনে বেরিয়েছে এক সাহসী তরুণী। ভারতবর্ষের মেয়েরা যে সুরক্ষিত সেটা তিনি গোটা দেশের মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। তিনি এই ভ্রমণে একাই বেরিয়েছেন। তার এই উদ্যোগে গর্বিত গোটা দেশবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে , মধ্যপ্রদেশের বাসিন্দা আশা মালভিয়া ২৫ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে গোটা ভারত ভ্রমনে বেরিয়েছেন । ইতিমধ্যে তিনি ১১ হাজার কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছেছেন আসানসোলে। তিনি। তিনি একজন সাইকেল আরোহী এবং একজন পর্বত আরোহী। তিনি মহিলা সুরক্ষা বিষয়ে গোটা ভারতবর্ষের নারীদের অবগত করতে চেয়েছেন যে ভারতের নারীরা সুরক্ষিত। কোথাও না কোথাও এখনও মেয়েরা মনে করেন যে তারা সুরক্ষিত নয় । তাদের এই চিন্তাধারাকে ভুল প্রমাণিত করতে আশা মালভিয়া একা সাইকেল চালিয়ে ভারত ভ্রমনে বেরিয়েছেন। তার এই সফরে বিভিন্ন রাজ্যে তিনি পুলিশ প্রশাসনের পূর্ণ সহায়তা পেয়েছেন।
আশা মালভিয়া জানিয়েছেন, " আমি গোটা দেশ একা সাইকেল নিয়ে ঘুরে প্রমাণ করতে চাই যে নারীরা ভারতবর্ষে সুরক্ষিত। এখনো অনেকে মনে করেন যে তারা ভারতে সুরক্ষিত নয় , আমি তাদের আমার এই যাত্রার মাধ্যমে বোঝাতে চাই যে মেয়েরা চাইলে সব পারে । তাই সাহস করে এগিয়ে আসুন"।