You will be redirected to an external website

গরমের শুরুতেই তীব্র জলকষ্ট,বাঁকুড়ায় কলসি, বালতি নিয়ে রাস্তায় বিক্ষোভ মহিলাদের

গরমের-শুরুতেই-তীব্র-জলকষ্ট,বাঁকুড়ায়-কলসি,-বালতি-নিয়ে-রাস্তায়-বিক্ষোভ-মহিলাদের

বাঁকুড়ায় কলসি, বালতি নিয়ে রাস্তায় বিক্ষোভ মহিলাদের

কলসি, বালতি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের মহিলারা। গরম পড়তে না পড়তেই শুরু হয়েছে প্রবল জলকষ্ট। হেলদোল নেই প্রশাসনের। বিক্ষোভ বাঁকুড়া জগদল্লা গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সংকটে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়িও।

বাঁকুড়া শহর থেকে ঢিলছোড়া দূরত্বে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেরুয়া গ্রামের বিক্ষোভ বাসিন্দাদের।পানীয় জলটুকুর সংস্থান আজ দুই বছর ধরে ঠিকঠাক হয় না। নিজের সহ্যের সীমা অতিক্রম করায় আজ বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন প্রমিলা বাহীনি।

এদিন বাঁকুড়া ১ নম্বর ব্লকের দেরুয়া মোড় এর কাছে গ্রামবাসীরা সম্মিলিতভাবে অবরোধ শুরু করেন। বাধ্য হয়ে জাতীয় সড়কে স্তব্ধ করলেন পানীয় জলের দাবিতে। দেরুয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত দুই বছর আগে ঘরে ঘরে পানীয় জলের লাইন সংযোগ স্থাপন হলেও তাতে জল পড়ে না। বিষয়টা নিয়ে অনেকবার লিখিত আকারে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে জানালেও এর কোন সমাধান হয়নি।

এই বিষয়ে বিজেপি পরিচালিত জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত শিব জানান, বিষয়টি নিয়ে অভিযোগ তিনি শুনেছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট পিএইচই দফতরকে জানানো হয়েছে। তবে জন স্বাস্থ্য কারিগরী ঠিকাদাররা সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না বলে জানিয়েছে। বিষয়টি নিয়ে তিনি বারবার বিডিওকে জানিয়েছেন বলেও জানান গ্রাম পঞ্চায়েত প্রধান।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রায়-কয়েক-কোটির-স্পেস-অর্থনীতির-মালিক-হবে-দেশ Read Next

প্রায় কয়েক কোটির স্পেস অ...