You will be redirected to an external website

Delhi Flood : ৪৫ বছরের রেকর্ড ভেঙে ফুঁসছে যমুনা,আরও বিপদ বাড়ার সম্ভাবনা

Delhi-Flood-:-৪৫-বছরের-রেকর্ড-ভেঙে-ফুঁসছে-যমুনা,আরও-বিপদ-বাড়ার-সম্ভাবনা

৪৫ বছরের রেকর্ড ভেঙে ফুঁসছে যমুনা

জানা গিয়েছে, যমুনা নদীর জলস্তর ২০৭.৬৬ মিটারের উপর দিয়ে বইছে। বন্যা নিয়ন্ত্রক পোর্টালের তরফে জানানো হয়েছে, ২০১৩ সালে ওল্ড রেলওয়ে ব্রিজের কাছে যমুনা নদীর জল অতিক্রম করেছিল ২০৭ মিটারের সীমা। বুধবার সকাল ৮টা নাগাদ যমুনা নদীর জলস্তর ২০৭.২৫ মিটার পার করে গিয়েছে। বেলা ৩টে নাগাদ তা আরও বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৬৬ মিটার।

গত তিনদিন ধরে দিল্লিতে রেকর্ড হারে বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করে যমুনা নদীর জলস্তর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আশঙ্কা, যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে ২০৮ মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যেই যমুনা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপদ জায়গায় সরানো হয়েছে প্রায় ৪১ হাজার বাসিন্দাকে। কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী শহরে। সচেতনার জন্য ৪৫টি নৌকো তৈরি রাখা হয়েছে। উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে। খাবার এবং অন্য ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে NGO গুলিও।

পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে যখন হরিয়ানার হাতনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হয়। প্রায় ১ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে এই বাঁদ থেকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-ভোট-হিংসায়-নিহত-১৯,-দাবি-মমতার!-মৃতদের-পরিবারকে-ক্ষতিপূরণ Read Next

Mamata Banerjee: ভোট হিংসায় নিহত ১...