You will be redirected to an external website

‘উলটো ঝুলিয়ে দিতাম’, বহরমপুরের ভোট-সভা থেকে কাদের হুমকি যোগী আদিত্যনাথের?

‘উলটো-ঝুলিয়ে-দিতাম’,-বহরমপুরের-ভোট-সভা-থেকে-কাদের-হুমকি-যোগী-আদিত্যনাথের?

ভোট-সভা থেকে কাদের হুমকি যোগী আদিত্যনাথের?

ফের উলটো করে ঝুলিয়ে দেওয়ার নিদান! তবে এবার আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, নিদান দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। লোকসভা ভোটের প্রচারে এসে রাজ্যে তাঁর হুঁশিয়ারি, রামনবমীতে বাংলার মতো উত্তরপ্রদেশে দাঙ্গা হলে দাঙ্গাকারীদের উলটো করে ঝুলিয়ে দেওয়া হত।

 সভামঞ্চ থেকে তাঁর অভিযোগ, “রামনবমীতে উত্তরপ্রদেশে দাঙ্গা হয় না। বাংলায় কেন দাঙ্গা হল? অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না? উত্তর দিক সরকার।” এর পরই যোগীর তোপ, “উত্তরপ্রদেশে এই রকম করলে উলটো ঝুলিয়ে দেওয়া হত। এমন অবস্থা করা হত যেন সাত প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যায়।”

যোগীর দাবি, উত্তরপ্রদেশ ‘শান্তিপূর্ণ’। কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিভিন্ন প্রকল্পের সুবিধা সেখানকার মানুষ পাচ্ছে। বাংলায় মোদি কোনও প্রকল্প পাঠালে তৃণমূল তা আটকে দেয়। উত্তরপ্রদেশের মানুষ কেন্দ্রীয় প্রকল্প পেলে, বাংলা বঞ্চিত কেন?” তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দের কথাও উঠে আসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তোপ, “একসময় গোটা দেশকে নেতৃত্ব দিত বাংলা। স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, ‘গর্ব করে বলুন আমি হিন্দু’। বাংলায় সেই হিন্দুরাই বিপদে।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-ঝেঁপে-বৃষ্টি-শুরু-পূর্ব-মেদিনীপুরে,কলকাতা-সংলগ্ন-জেলায়-বজ্রবিদ্যুৎ-সহ-বৃষ্টির-পূর্বাভ Read Next

Weather : ঝেঁপে বৃষ্টি শুরু পূ...