You will be redirected to an external website

Rain Forecast: জাঁকিয়ে ঠান্ডা উধাও, রাত পোহালেই বৃষ্টি

Rain-Forecast:-জাঁকিয়ে-ঠান্ডা-উধাও,-রাত-পোহালেই-বৃষ্টি

জাঁকি ঠান্ডার দেখা মিলবে না বাংলায়

১০ জানুয়ারির আগে জাঁকি ঠান্ডার দেখা মিলবে না বাংলায়। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। উল্টে বৃষ্টির পূর্ভাবাস বাংলায়। শুক্রবার ও শনিবার ভিজতে পারে পশ্চিমের জেলাগুলি। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূমে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। মৌসম ভবন জানাচ্ছে বর্তমানে রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব কম। সে কারণেই তামমাত্রা নতুন করে কমছে না। উল্টে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। 

তবে শুধু মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম নয়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়াতে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি, এমনটাই আভাস আবহাওয়া দফতরের তরফে। এদিকে এদিন সকালেও কলকাতা সহ প্রায় সব জেলাতেই দেখা গিয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন একুই ছবি দেখা যাবে। 

শুক্রর সকাল থেকেই মেঘের আনাগোনা শুরু হয়েছে একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই ছিল মেঘে ঢাকা। শনিবারও চিত্রটা খুব একটা বদলাবে বলে মনে করা হচ্ছে না। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে। উপরের দিকের অংশগুলিতে তুষারপাতের সম্ভাবনা থাকছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

MS-Dhoni:-১৫-কোটি-টাকার-প্রতারণার-শিকার,-আদালতে-মামলা-ধোনির Read Next

MS Dhoni: ১৫ কোটি টাকার প্রতার...