দলের ওপর ভরসা হারিয়ে দল থেকে বিদায় যুব নেতার ! সংগৃহীত ছবি
রামপুরহাটে তৃণমূল কংগ্রেস ছাড়লেন যুব সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত। শুক্রবার তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক দল ছাড়েন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভাঙন তৃণমূলে। এবার যুব তৃণমূলের রামপুরহাট শহর কমিটির সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত পদত্যাগ করলেন।
শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট ও ভিডিও বার্তায় পোষ্ট করে দল ছাড়ার বিষয়টি ঘোষনা করেন তিনি। পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষনা করেন তিনি। তাঁর এই পদত্য়াগের জেরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রামপুরহাট জুড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুব্রতহীন বীরভূমে তৃণমূলে ভাঙন অনেকটাই ব্যাকফুটে শাসকদল।অন্যদিকে, এদিন অভিষেককে ঘিরে বিপুল উন্মাদনা দেখা গেল মুর্শিদাবাদের লালবাগে। এদিন কাটরা মসজিদে অভিষেক পৌঁছতেই বাঁধভাঙ্গা
উচ্ছাস শুরু হয় তৃণমূল শিবিরে। রাস্তার দুদিকে হাজার হাজার কর্মী সমর্থক সহ লালবাগের মানুষ হাত নাড়িয়ে সম্বর্ধনা দিলেন অভিষেককে। এদিন লালবাগে কাটরা মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বেলা গড়িয়ে লালবাগ পৌঁছানোয় বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়। লালবাগ থেকে দৌলতাবাদ হয়ে ইসলামপুর রোড শো রয়েছে এবং ডোমকলে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।