You will be redirected to an external website

Modi in G7 Summit: জেলেনস্কি, ম্যাক্রঁ, সুনকের সঙ্গে পর পর বৈঠক মোদীর! অপেক্ষায় পোপ, মেলোনি

Modi-in-G7-Summit:-জেলেনস্কি,-ম্যাক্রঁ,-সুনকের-সঙ্গে-পর-পর-বৈঠক-মোদীর!-অপেক্ষায়-পোপ,-মেলোনি

জেলেনস্কি, ম্যাক্রঁ, সুনকের সঙ্গে পর পর বৈঠক মোদীর!

জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে, শুক্রবার (১৪ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটালির আপুলিয়ার বিলাসবহুল বোরগো এগনাজিয়া রিসর্টে এই শীর্ষ সম্মেলন হচ্ছে। জি৭ গোষ্ঠীর সদস্য না হওয়া সত্ত্বেও, একটি আউটরিচ দেশ হিসাবে ভারতকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল সম্মেলনে অংশ নেওয়ার আগে, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উষ্ণ আলিঙ্গনে কাছে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর পোপ দ্বিতীয় ফ্রান্সিস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-সহ আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে মূলত আলোচনা হয়েছে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়েই। কিয়েভকে ৫০০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে একমত হন জি৭-র নেতারা। এরপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জেলেনস্কি। বিদেশ দফতরের মুখপাত্র, রণধীর জয়সওয়াল বলেছেন, “শুক্রবার সারাদিন প্রধানমন্ত্রী মোদীর ঠাসা কর্মসূচি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আমাদের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। জি৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও ভাষণ দেবেন তিনি। ”

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের পর, রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা, শিক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sikkim-landslides:লাগাতার-বৃষ্টির-জেরে-বিপর্যস্ত-সিকিম,অভিজ্ঞতা-লিখলেন-ব্যারাকপুরের-পর্যটক Read Next

Sikkim landslides:লাগাতার বৃষ্টির জ...