গুজরাতিদের অবমাননাকর মন্তব্যের অভিযোগ ! সংগৃহীত ছবি
গুজরাতিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করা হয়েছে।আমদাবাদের একটি আদালতে তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ী ওই মামলা রুজু করেছেন।
জানা গিয়েছে, আহমেদাবাদের একটি আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। তেজস্বী মার্চ মাসে গুজরাতিদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কেবলমাত্র গুজরাতিরাই প্রতারক হতে পারেন। কারণ, তাঁদের প্রতারণাও মাফ করে দেওয়া হবে।’
জানা গিয়েছে, মামলা দায়েরকারী ব্যবসায়ীর নাম হরেশ মেহেতা। সংবাদমাধ্যমে তেজস্বীর ওই মন্তব্য শুনে আহমেদাবাদের মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন তিনি। তেজস্বীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় যথাক্রমে মানহানি ও মানহানির শাস্তি দেওয়ার আবেদনে মামলা করেছেন ওই ব্যবসায়ী।