You will be redirected to an external website

তীব্র মাত্রায় কেঁপে উঠল ক্যালেডোনিয়া ,সতর্কতা জারি দ্বীপপুঞ্জে !

তীব্র-মাত্রায়-কেঁপে-উঠল-ক্যালেডোনিয়া-,সতর্কতা-জারি-দ্বীপপুঞ্জে-!-

সুনামির সতর্কতা জারি ! সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ। শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে । ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামির পূর্বাভাসে বলা হয়েছে, ভূমিকম্পের পর ওশেনিয়া অঞ্চলে ১০ ফুট  উচ্চতার ঢেউয়ের সুনামি আঘাত হানতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে নিউ ক্যালেডোনিয়ায় আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এক বুলেটিনে উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

সুনামির এ ঢেউ ক্যালেডোনিয়া ছাড়াও ফিজি, কিরিবতি ও নিউজিল্যান্ডেও আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

হেলমেট ছাড়া বাইক , পুলিশে...