দিল্লিতে কম্পনের মাত্রা ৫.২ । সংগৃহীত ছবি
ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রবিবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। কম্পনের উতসস্থল আফগানিস্থান বলে জানা গয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, রবিবার সকালে আফগানিস্তানের ফয়জাবাদের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এদিন সকাল ১১ টা ২৩ মিনিট নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল , যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে ভূমিকম্পবিদরা জানিয়েছেন। যার জেরে রবিবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও। চণ্ডীগড় সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, সংস্থাটি জানিয়েছে। ভূমিকম্পটি ১১টা ১৯ মিনিট নাগাদ ভূপৃষ্ঠ থেকে ২২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।