লন্ডনে অপহরণের দায়ে জড়ালেন দুই তারকা ! সংগৃহীত ছবি
অভিনয় ছেড়ে এবার অপহরণের কাজে নিয়োজিত হলেন টলিপাড়ার দুই তারকা জিতু-শ্রাবন্তী ! লন্ডনে শিশু অপহরণের দায়ে জড়ালেন দুই তারকা !খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে তারকা জুটির নতুন ছবি "বাবুসোনা"–র। এই ছবিতেই শিশু অপহরণের দায়ে জড়াবেন দুই তারকা ।
এই প্রথমবার অ্যাকশন কমেডি মুভিতে জুটি বাঁধছেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । পুরোপুরিভাবে অ্যাকশন কমেডি সিনেমা "বাবুসোনা"। ছবির পরিচালনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ । প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনাতে "এসকে মুভিস" এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি "বাবুসোনা"।
ছবির প্রধান চরিত্র বাবু নামের একজন কিডন্যাপার । আর সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল । ছবির গল্প অনুযায়ী সে একটি আইটি কোম্পানি চালায় নিজের কুকীর্তি ধামা চাপা দেওয়ার লক্ষ্যে । অন্যদিকে সোনা নামের একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী । সে পেশায় চোর, কিন্তু নিজের পরিচয় দেন একজন পুলিশ হিসাবে । ছবির গল্প যত এগোতে থাকে এই দুটি মানুষের জীবনে মোড় নিতে থাকে আলাদা ক্লাইম্যাক্স । একটা সময় লন্ডন শহরে একটি শিশু অপহরন ঘটনায় জড়িয়ে পরে দুজনে । এরপর দুজনার মন দেওয়া নেওয়া, আর জীবনের খেলা । ছবিতে আরও কিছু গুরুত্বপূর্ন চরিত্রে অভিনেত্রী পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য ।
ছবিতে আলেকজান্দ্রাকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে । দুই মোড়কে ছবিতে দেখা যাবে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরকে । আগামী মাসেই লন্ডন জুড়ে ছবির শ্যুটিং শুরু হবে । এই প্রথমবার এই ছবির হাত ধরেই জুটি বাঁধছেন শ্রাবন্তী,জিতু কমল ।