চাকরি বাতিল নিয়ে দাবি দিলীপের ! সংগৃহীত ছবি
কাকে টাকা দিয়েছে সেই ডাকাতদের সামনে আনতে হবে। শনিবার খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন তিনি বলেন, ‘এঁদের শুধু পোস্ট বাতিল করলে হবে না, কাকে টাকা দিয়েছে সেই ডাকাতদের সামনে আনতে হবে। তাদেরকে সাজা দিতে হবে। না হলে তারা আবার লোককে ধোকা দেবে।’ শনিবার খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
পাশাপাশি দুর্নীতির অঙ্কের হিসেব দিলেন তিনি। দিলীপের কথায়, ‘৩৬ হাজার লোককে চাকরি দিয়েছিল, সেখানে মাথা পিছু যদি ১০ লক্ষ করে টাকা নেওয়া হয়, তাহলে ৩,৬০০ কোটি টাকা লুট করা হয়েছে।’ দিলীপের বক্তব্য, একটা যুগ পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। যত দুর্নীতি হয়েছে সব দায় মুখ্যমন্ত্রীর। নৈতিকতার খাতিরে তাঁর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন বিজেপি নেতা।
পাশাপাশি, দিলীপ ঘোষ জানান, গতকাল তিনটি রায় এসেছে সরকারের বিরুদ্ধে। দ্য কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবং রাজ্যে প্রাথিমিক শিক্ষক পদে অপ্রশিক্ষিতদের নিয়োগ বাতিল। একের পর এক সরকারের বিরুদ্ধে রায় আসায় বিচারপতিদের টার্গেট করছেন তৃণমূল নেতারা বলে অভিযোগ করেন দিলীপ।