You will be redirected to an external website

সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ, বাতিল একাধিক ট্রেন

দক্ষিণ পূর্ব শাখায় বাতিল একাধিক ট্রেন । সংগৃহীত ছবি

ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক করা হল। যার জেরে আজ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একগাদা দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেনগুলো

১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর – হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে।

১৯০১১/১৮০১৩ হাওড়া – চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।

১২৮১৪ টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।

১২৮১৩ হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।

সময়সূচি বদল ট্রেনগুলি

১২৮৬০ হাওড়া – মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখ দুপুর ২টো ৫ মিনিটের বদলে বিকেল ৪টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

১২৮১০ হাওড়া – মুম্বই মেল ১৫ তারিখ রাত ৯টা ৫০ মিনিটের বদলে রাত ১২টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

১২১৩০ হাওড়া – পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৪ তারিখ রাত ১০টা ১০ মিনিটের বদলে মাঝরাত পেরিয়ে ১৫ তারিখ রাত ১ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

১২২৪৫ হাওড়া – স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ বেলা ১০টা ৫০ মিনিটের বদলে বেলা ১১ টা৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

নিষেধাজ্ঞা অমান্য করেই ...