You will be redirected to an external website

বুধবার জন্মদিন, ব্যতিক্রমী অভিজ্ঞতার সম্মুখীন পার্থ

বুধবার-জন্মদিন,-ব্যতিক্রমী-অভিজ্ঞতার-সম্মুখীন-পার্থ

এবছর ৭১-এ পা দেবেন তৃণমূল নেতা

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে ৬ নম্বরে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ক'দিন এই এক দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিট জমা দিয়েছিল, তাতেও নাম ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নিয়োগ দুর্নীতির কিং পিন পার্থই। এখন তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে। ৩১ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দিয়েছে আদালত। 

আগামী ৫ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন। ১৯৫২ সালের ৫ অক্টোবর তাঁর জন্ম ৷ এবছর ৭১-এ পা দেবেন তৃণমূল নেতা। এর আগে এমন জন্মদিন তিনি যে কখনও কাটাননি তা আর বলার অপেক্ষা রাখে না। গত বছরও এই দিনটা ঘটা করেই পালন করেছিলেন তৎকালীন পার্থ চট্টোপাধ্যায়। ম্যান্টনের পার্টি অফিসে ফুলের তোড়া, নামী দোকানের মিষ্টি, ছবি দেওয়া তিন পাউন্ডের কেক, পাঞ্জাবি, ঘড়ি - এসব ছিল একুশের ৫ অক্টোবরে। সেদিন তিনি ছিলেন সরকারের দুই নম্বর মন্ত্রী। রাশভারী নেতা তথা তৃণমূল মহাসচিব। কিন্তু এবারের পুজো আসতে আসতেই বদলে গিয়েছে সবটা। ২০২২ সালের ৫ অক্টোবর প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর সঙ্গে ক'জন দেখা করতে আসেন, তা নিয়ে সন্দেহ ও প্রশ্ন- দুই থেকে যাচ্ছে । এখন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। ২৩ জুলাই ইডির হাতে তাঁর গ্রেফতারি এবং এরপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে নগদ কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ৷ তারপর থেকে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ এবং 'পার্থ-ঘনিষ্ঠ' অর্পিতার ভূমিকা রহস্য ঘনীভূত হয়েছে ৷ চলছে ইডি ও সিবিআই সমান্তরাল তদন্ত ৷ এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে ৷ দলের বিভিন্ন সদস্য থেকে শুরু করে পার্থর একদা শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠরাও তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করছেন । এবছর তাঁর জন্মদিন আবার একাদশীর দিনে । পুজোর ক'দিন জেলের অন্দরে ভূরিভোজের আয়োজন থাকলেও একাদশীতে বিশেষ কোনও বন্দোবস্ত থাকার কথা নয় । গত বছর তাঁর জন্মদিনে ম্যান্টনে এসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ এবার তিনিও জেলেই রয়েছেন । কিন্তু কারা অন্তরালে এবারের জন্মদিন তার জন্য ব্যতিক্রমী হয়েই থাকবে।

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সভাপতি-পদে-লড়বেন,-বিরোধী-দলনেতার-পদ-থেকে-ইস্তফা-দিলেন-মল্লিকার্জুন-খাড়গে Read Next

সভাপতি পদে লড়বেন, বিরোধ...