রাজ্য পুলিশের ফোর্স নিয়ে রুট মার্চ জয়নগরে ! সংগৃহীত ছবি
হঠাৎই এলাকায় পুলিশের রুট মার্চ দেখে হতভম্ব এলাকার মানুষ। এখনও পর্যন্ত পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই পুলিশের রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। কী কারণে এত পুলিশ এলাকায় ঘোরাঘুরি করছে প্রথমে বুঝতে পারেননি এলাকার মানুষ। এলাকায় নতুন করে কোনও গণ্ডগোলও তো হয়নি, তাহলে কেন হঠাৎ করে রাস্তায় এতো পুলিশ? যদিও পুলিশের কাছ থেকে গ্রামের মানুষ জানতে পারেন সামনে পঞ্চায়েতের ভোট। সেই কারণে এলাকায় টহলদারি দিচ্ছেন তাঁরা।
পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায় প্রথম দফার রুট মার্চ শুরু করল পুলিশ। বুধবার জয়নগর থানা এলাকায় রাজ্য পুলিশের ফোর্স নিয়ে রুট মার্চ হয়। জয়নগরের যে সমস্ত স্পর্শকাতর এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় পুলিশ নিজে গিয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলেন।
এদিন জয়নগর থানা এলাকার জয়নগর এক নম্বর ব্লকের অধীনে ধিবেরহাট সংলগ্ন আলিপুর এলাকাতে রুট মার্চ চলাকালীন ভোটারদের সাথে কথা বলেন পুলিশ কর্তারা। নির্বাচন প্রাক্কালে তাদের কোনও সমস্যা রয়েছে কিনা। পাশাপাশি কোনও রকম ভাবে হুমকি বা প্ররোচনা দেওয়া হচ্ছে কিনা সেইসব বিষয়ের খোঁজখবর নেন পুলিশ কর্মীরা। তার সঙ্গে মানুষকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দেন তাঁরা। পাশাপাশি আরো বলেন এই রুট মার্চ নির্বাচনের আগে পর্যন্ত অব্যাহত থাকবে। প্রথমে গ্রামবাসীরা এই পুলিশি টহলদারি দেখে হতবম্ব হলেও পরে তাঁরা এই ঘটনার প্রশংসা করেছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় যাতে কোন অশান্তি না হয় সেই কারণে পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।