You will be redirected to an external website

Weather: ঘন কুয়াশা, ঠান্ডায় লাল সতর্কতা জারি দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে

Weather:-ঘন-কুয়াশা,-ঠান্ডায়-লাল-সতর্কতা-জারি-দিল্লি-সহ-উত্তর-ভারতের-বিস্তীর্ণ-অংশে

ঠান্ডায় লাল সতর্কতা জারি দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে

রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বছরের প্রথম দিনে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশা এবং অত্যধিক ঠান্ডার কারণে এই সতর্কতা জারি করেছে মৌসম ভবন। লাল সতর্কতা রয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানায়।

মৌসম ভবন জানিয়েছে, সোমবার পঞ্জাবের অমৃতসর, ফতেগড় সাহিব, গুরদাসপুর, জলন্ধর, লুধিয়ানা, পাঠানকোট, পটিয়ালা, রূপনগর প্রভৃতি জেলায় সকাল থেকে ঘন কুয়াশা থাকবে। যার ফলে দৃশ্যমানতা ঠেকতে পারে তলানিতে। এর ফলে ট্রেন, বিমান এবং সড়কপথেও যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা। কার্যক্ষেত্রেও তা-ই দেখা গিয়েছে।

সোমবার রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে ঠান্ডায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই চার রাজ্যেও নতুন বছরের প্রথম সকাল ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বিস্তীর্ণ এলাকায়।

গত কয়েক দিন ধরেই কুয়াশা উত্তর ভারতে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিমান বাতিল হচ্ছে সেই কারণে। দৃশ্যমানতা কম থাকায় গত কয়েক দিনে দিল্লির অনেক বিমান বাতিল করতে হয়েছে। অনেক বিমান দিল্লির বদলে অন্য গন্তব্যে নামাতে বাধ্য হয়েছেন চালকেরা। ফলে বিমান পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি চলছেই।

একইসঙ্গে ট্রেনের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটাচ্ছে কুয়াশা। বহু ট্রেন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিনেও কুয়াশা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বছরের-প্রথম-দিনেই-বড়-সাফল্যের-আশায়-ইসরো,কী-খুঁজতে-যাচ্ছে-নতুন-কৃত্রিম-উপগ্রহ? Read Next

বছরের প্রথম দিনেই বড় সা...