You will be redirected to an external website

যাত্রীবাহী দূরপাল্লা ট্রেনের স্টপেজ বাড়াল রেল কর্তৃপক্ষ !

বাড়ল দূরপাল্লা ট্রেনের স্টপেজ ! সংগৃহীত ছবি

নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে আরও কিছু যাত্রীবাহী দূরপাল্লা ট্রেনের স্টপেজ বাড়াল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। মূলত উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীন আলিপুরদুয়ার ও কাটিহার ডিভিশনের অধীনে কয়েকটি স্টেশনের পরীক্ষামূলকভাবে ওই স্টপেজ দেওয়া হয়েছে।

আগামী ছ'মাসের জন্য ওই স্টপেজ দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে। পাঁচ মাসের মধ্যে মূলত স্টপেজ সংক্রান্ত বিষয়ের উপর নিত্যযাত্রীদের চাহিদা, টিকিট বিক্রির তথ্য মালিগাঁও সদর দফতরে পাঠাতে বলা হয়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামীতে স্টপেজগুলি রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে রেল।

তবে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি রেল যাত্রীরা। প্রসঙ্গত, এর আগে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বেলাকোবা স্টেশনে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ও ধূপগুড়ি স্টেশনে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছিলেন। সেইমতো সোমবার থেকে আগামী ছ'মাস ওই দু'টি ট্রেন সংশ্লিষ্ট স্টেশনে স্টপেজ দিতে শুরু করেছে ।এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "সরাইঘাট ও তিস্তা-তোর্সার পর আরও কিছু ট্রেনের চাহিদা মতো স্টপেজ বাড়ানো হয়েছে। পরীক্ষামূলকভাবে আগামী ছ'মাস পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।"

রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ ২ মে থেকে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের হরিশচন্দ্রপুর স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে। একইভাবে পুরী-কামাক্ষ্যা সাপ্তাহিক এক্সপ্রেসও হরিশ্চন্দ্রপুর স্টেশনে দু'মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে। সঙ্গে হাওড়া-সহরসা হাটেবাজারে দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির একলাখি স্টেশনে পাঁচ মিনিটের জন্য স্টপেজ দেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসকেও একলাখি স্টেশনে পাঁচ মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে। এছাড়াও শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের সামসি স্টেশনে দু'মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-সরকারের-দ্বিতীয়-বর্ষপূর্তিতে-আক্ষেপ-মমতার Read Next

Mamata Banerjee: সরকারের দ্বিতীয় ব...