You will be redirected to an external website

Asian Games 2023: এশিয়াডে দাপটে শুরু ভারতীয়দের, বাংলার মেহুলির হাত ধরে রুপো

Asian-Games-2023:-এশিয়াডে-দাপটে-শুরু-ভারতীয়দের,-বাংলার-মেহুলির-হাত-ধরে-রুপো

এশিয়ান গেমসের আসরে বিভিন্ন খেলায় দক্ষতার ছাপ রাখছেন ভারতীয়েরা

উদ্বোধনের আগে থেকেই এ বারের এশিয়ান গেমসে দাপট দেখাচ্ছেন ভারতীয় খেলোয়াড়েরা। রবিবারও সেই ধারা বজায় রাখলেন তাঁরা। প্রথম দিন সকালেই একাধিক পদক জিতল ভারত। যদিও প্রথম সোনার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা।

প্রত্যাশা মতোই শুটিংয়ের প্রথম ইভেন্ট থেকেই পদক জয় শুরু করলেন ভারতীয়েরা। যে জয়ে আবদান থাকল বাংলার মেহুলি ঘোষের। মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন ভারতীয়েরা। দলে বাংলার মেহুলি ছাড়াও ছিলেন রমিতা জিন্দল এবং আশি চৌকশে। এই ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৮৯৬.৬। দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় দলের পয়েন্ট ১৮৮৬। 

দলগত ইভেন্টের পর ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন রমিতা। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে মেহুলির। তিনি শেষ করেছেন চতুর্থ স্থানে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Muri-Express:-ঝাড়খণ্ডে-মুরি-এক্সপ্রেসে-ডাকাতি,অবাধে-লুটপাট-চালাল-দুষ্কৃতীরা,-চলল-গুলিও Read Next

Muri Express: ঝাড়খণ্ডে মুরি এক্...