You will be redirected to an external website

অবসর হরিকৃষ্ণ দ্বিবেদীর, রাজ্যে মুখ্যসচিব পদে বিপি গোপালিককে বসালেন মুখ্যমন্ত্রী মমতা

অবসর-হরিকৃষ্ণ-দ্বিবেদীর,-রাজ্যে-মুখ্যসচিব-পদে-বিপি-গোপালিককে-বসালেন-মুখ্যমন্ত্রী-মমতা

বছরের শেষ দিনে রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল হয়ে গেল

বছরের শেষ দিনে রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল হয়ে গেল। রবিবার মাসের তথা ইংরেজি বছরের শেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন ভগবতীপ্রসাদ গোপালিক। এত দিন তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন। বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কর্মজীবন থেকে অবসর নেওয়ায় গোপালিক এই দায়িত্বে এলেন। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রসচিবকে মুখ্যসচিব করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্যসচিব হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। 

রবিবার নবান্নে বিদায়ী মুখ্যসচিবের থেকে দায়িত্ব বুঝে নেন তাঁর উত্তরসূরি। রাজ্য প্রশাসনিক মহলের একাংশের কথায়, স্বরাষ্ট্রসচিবই যে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাবেন তা এক প্রকার ঠিকই হয়ে গিয়েছিল। রবিবার আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৮৯ সালের ব্যাচের এই আইএএস বামফ্রন্ট জমানা পশ্চিমবঙ্গ প্রশাসনের নিজের কর্মজীবন শুরু করেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানাতে যেমন প্রশাসনে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতে মুখ্যসচিব পর্যন্ত পৌঁছেছেন নিজের কর্মদক্ষতার কারণেই, এমনটাই মত রাজ্য প্রশাসনের একাংশের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Piyali-Basak:-৮০-লক্ষের-ধার-মেটাতে-মেলায়-স্টল-এভারেস্টজয়ী-পিয়ালির Read Next

Piyali Basak: ৮০ লক্ষের ধার মেটাত...