'বাড়ি থেকে ভোট' কর্ণাটকে । সংগৃহীত ছবি
শনিবার থেকে কর্ণাটকে 'বাড়ি থেকে ভোট' শুরু হয়েছে। এবার বড় উদ্যোগ নিয়ে ৮০ বছরের বেশি বয়সী ভোটার এবং প্রতিবন্ধীদের জন্য এই সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মী ও পোলিং এজেন্টদের পাঁচ সদস্যের একটি দল এ ধরনের ভোটারদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। জনগণ কমিশনের নির্ধারিত ব্যালট পেপারে গোপনে ভোট দিচ্ছেন, খামে রেখে দলের হাতে তুলে দিচ্ছেন। এ প্রক্রিয়া চলবে ৬ মে পর্যন্ত। রাজ্যে ২২৪ সদস্যের বিধানসভার জন্য ১০ মে ভোট হবে। আগামী ১৩ মে ফলাফল ঘোষণা হবে।
কর্নাটক বিধানসভা নির্বাচনে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ভোট দিতে যেতে হবে না ভোটগ্রহণ কেন্দ্রে। তাঁরা যাতে বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করল কমিশন। সেই সঙ্গে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও বাড়িতে বসে ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ভোটাররা বাড়িতে বসেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া এবার প্রথম ভোটাধিকারের প্রয়োগ করতে চলেছেন ৯ লক্ষ ১৭ হাজার ২৪১ জন ভোটার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন যে বাড়িতে বসে ভোটাধিকারের সুবিধা পেতে এই ভোটারদের কমিশনের তরফে ১২ডি ফর্মটি পূরণ করানোহবে।
জনগণ কমিশনের নির্ধারিত ব্যালট পেপারে গোপনে ভোট দিচ্ছেন, খামে রেখে দলের হাতে তুলে দিচ্ছেন। এ প্রক্রিয়া চলবে ৬ মে পর্যন্ত। রাজ্যে ২২৪ সদস্যের বিধানসভার জন্য ১০ মে ভোট হবে। আগামী ১৩ মে ফলাফল ঘোষণা হবে।