তীব্র গরমে পুড়ছে বাংলা ! সংগৃহীত ছবি
গরমের দহনজ্বালায় জীবন অতিষ্ঠ কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসীর। কয়েকদিন হল বৃষ্টির দেখা নেই, মাত্রাতিরিক্ত তেজও রয়েছে রোদের। গরমের দাপটে রীতিমতো কাহিল হয়ে পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সর্বনিম্ন তাপমাত্রাতেও সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় কলকাতা। এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রায় সর্বকালীন রেকর্ড ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড ছিল ১৯৮৭ সালে। সে বছর ৫ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১০-এর ২ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৩ বছর পর, ২০২৩ সালে কলকাতায় এপ্রিল মাসের সর্বনিম্ন তাপমাত্রা ফের রেকর্ড গড়ল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কলকাতা-দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ১২ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যদিও সপ্তাহান্তে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এমনই গরমের নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। কিছু কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। আরও একটি স্বস্তির বার্তা হল, ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।