You will be redirected to an external website

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানি মহিলা! চার পুত্র, দুই কন্যা

একসঙ্গে-ছয়-সন্তানের-জন্ম-দিলেন-পাকিস্তানি-মহিলা!-চার-পুত্র,-দুই-কন্যা

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানের এক মহিলা

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানের এক মহিলা। ডন-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ এপ্রিল চার পুত্র এবং দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জিনাত ওয়াহিদ। এক ঘণ্টার মধ্যে ছয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে প্রসবযন্ত্রণা ওঠায় ওয়াহিদাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক জাফর জানিয়েছেন, মা এবং তাঁর সন্তানেরা প্রত্যেকেই সুস্থ আছে। হাসপাতাল সুপার চিকিৎসক ফরজানা জানিয়েছেন, সদ্যোজাতদের ইনকিউবিটরে রাখা হয়েছে। একসঙ্গে এত সন্তানের জন্ম দেওয়ার ঘটনা খুবই বিরল। 

হাসপাতাল সূত্রে খবর, সদ্যোজাতদের ইনকিউবিটরে রাখা হলেও প্রত্যেকে সুস্থ আছে। হাসপাতাল সুপার জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু তা সামলে নেওয়া হয়। ওয়াহিদা এবং তাঁর সন্তানরা কেমন থাকছে, তা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। ওয়াহিদার কিছু শারীরিক সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সেগুলির চিকিৎসা চলছে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...