বিশ্ব সুন্দরীর শিরোপা জিতেছে এক মুরগি ! সংগৃহীত ছবি
কোনো নারী অখবা পুরুষ নয় সরাসরি বিশ্বসেরা খেতাব জিতে নিল আস্ত এক সুন্দরী মুরগি । শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে এ দেশে । জাতীয় পর্যায়ে সৌন্দর্যের দিকে চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে এই মুরগি ।
বিশ্বের সবথেকে সুন্দর মুরগির খেতাব জয় করে নিয়েছে এই মুরগি । বিশ্ব সুন্দরী এই মুরগির বেড়ে ওঠা অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামে । বিশ্ব সুন্দরী এই মুরগির ঠোঁট হুবহু তোতা পাখির মতো । যা সাধারণত অন্যান্য মুরগির তুলনায় অত্যন্ত বিরল । অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা সৈয়দ বাশা এবং তার পুত্র দুজন মিলেই এই অভিনব মুরগি টিকে লালন পালন করেন । তাদের উদ্যোগেই জাতীয় স্তরের বিউটি কনস্টেটে সামিল হয় মুরগিটি ।
এই জাতীয় মুরগিদের সাধারণত কেরালা এবং তামিলনাড়ু এলাকাতেই পাওয়া যায় । তোতা পাখির মতো এদের চঞ্চু অর্থাৎ ঠোঁট হওয়াই এরা চোঁচু মুরগির নামেই অভিহিত । এদের কে লালন পালন করা বেশ কঠিনতর দায়িত্ব কারণ ছোটো থেকেই এদের পুষ্টিকর খাবার , দেহের ঔজ্জ্বতার দিক বেশ নজর রাখতে হয় । এদের শারীরিক গঠন , পালকের ঔজ্জ্বল্যতা ভাব প্রভূতির ওপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হয় ।
যেখানে জতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পাওয়াটাই মহা দুঃসাধ্যের ব্যাপার সেখানে প্রথমবারই বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে এই মুরগি । জাতীয় স্তরে স্থান অধিকার করার পর একটি পুরস্কার এবং শংসাপত্র পাই মুরগি টি । প্রসঙ্গত মুরগির পালক সৈয়দ বাশা বর্তমানে প্রায় ৫০ টি মুরগি পালন করছেন । সম্ভবত এই মুরগির জয় তাকে ভবিষ্যৎ এ আরও উৎসাহ জোগাতে সহয়তা করবে ।