প্রধানমন্ত্রীকে নিজের স্কুলবাড়ি ঘুরিয়ে দেখিয়েছে সীরাত! সংগৃহীত ছবি
পরণে একটি নীল ফ্রক একটি ছোট্ট মেয়ে মুখের সামনে ফোনটি ধরে দেশের প্রধানমন্ত্রী কে অনুরোধ করছে একটি স্কুল তৈরী করে দেওয়ার জন্য । সে জানাই , তাদের স্কুলে বসার বেঞ্চ নেই যার কারণে তাদের নোংরা মাটিতে নীচে বসতে হয় যার ফলে তাদের জামা নোংরা হয় এবং বাড়িতে মা এর কাছে মারও খেতে হয়। এমনই একটি ভিডিয়ো এখন নেট দুনিয়াই ভাইরাল ।
কাঠুয়ার লোহাই-মালহার গ্রামের বাসিন্দা সীরাত নাজ়। সে পড়ে একটি সরকারি স্কুলে। কিন্তু সেই স্কুলে হাজারও সমস্যা ধরা পড়েছে ছোট্ট সীরাতের চোখে। সে বিশ্বাস করে, মোদী সবার কথা শোনেন। ফলে তার কথাও শুনবেন। এবং তাদের স্কুলটিকে সুন্দর করে তৈরি করে দেবেন। এই আর্জি নিয়েই সীরাত একটি ভিডিয়ো বানিয়েছে।
সেই ভিডিয়োয় প্রধানমন্ত্রীকে নিজের স্কুলবাড়ি ঘুরিয়ে দেখিয়েছে সীরাত। ভিডিয়োর শুরুতেই সীরাতকে ক্যামেরার দিকে মুখ করে বলতে শোনা যাচ্ছে, ‘‘মোদীজি, আমার না আপনাকে একটি কথা বলার আছে।’’ তার পর সে বলছে, ‘‘দেখো, আমাদের মেঝে কী রকম ময়লা হয়ে আছে। আমাদের এখানেই বসানো হয়।’’ তার পরে সীরাত আরও বলে, ‘‘প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি না সুন্দর করে স্কুলটা বানিয়ে দাও। আমাদের নীচে বসতে হয় আর আমাদের জামা ময়লা হয়ে যায়। মা এ জন্য মারধর করে। আমাদের বসার বেঞ্চও নেই।’’
একে বারে শেষে সীরাত ভিডিয়ো শেষ করার আগে তার ‘মোদীজি’র কাছে শেষ আবদার, ‘‘মোদীজি, তুমি গোটা দেশের কথা শোনো। আমার কথাটিও প্লিজ শোনো, আর সুন্দর করে আমাদের স্কুলটি বানিয়ে দাও। যাতে আমাদের মেঝেতে বসতে না হয়। যাতে আমাদের মায়ের কাছে মার খেতে না হয়। যাতে আমরা ভাল করে পড়াশোনা করতে পারি।’’