You will be redirected to an external website

দম বন্ধ হয়ে আসছে! মাঝ আকাশেই বিমানের দরজা খুললেন যাত্রী...

দম-বন্ধ-হয়ে-আসছে!-মাঝ-আকাশেই-বিমানের-দরজা-খুললেন-যাত্রী...

বিমানের দরজা খুলে দিলেন এক যাত্রী

উড়োজাহাজে তাঁর দম বন্ধ হয়ে আসছিল। সেই সঙ্গে তাঁর তাড়াও ছিল। তিনি চেয়েছিলেন দ্রুত বিমান থেকে নেমে যেতে। সেই কারণেই বিমানের দরজা খুলে দিলেন এক যাত্রী। দক্ষিণ কোরিয়ায় দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের দরজা খুলে দেন ওই যাত্রী।তিনি বিমানটির দরজা খুলে দিয়েছিলেন তাতে ১৯৪ জন যাত্রী ছিলেন। যদিও, দরজা খোলা অবস্থাতেই ওই বিমানটি নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করে। তারপরেই গ্রেফতার করা হয় ওই যাত্রীকে।

দায়েগু সিওল থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। সেখানে নামার পরে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করাও হয়। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ওই যাত্রীটি সম্প্রতি চাকরি হারিয়েছেন। তার ফলে তিনি মানসিক চাপে আছেন।পুলিশকে ওই ব্যক্তি জানান যে তাঁর মনে হচ্ছিল যে ওই বিমানটি অনেক সময় ধরে চলছে। ভিতরে তাঁর দম বন্ধ হয়ে আসছিল। তাই তিনি তাড়াতাড়ি বের হতে চাইছিলেন। ওই বিমানের যাত্রীরা জানিয়েছেন, বছর ৩৩-এর ওই ব্যক্তি যখন বিমানের দরজা খুলছিলেন সেই সময়ে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন ক্রু মেম্বাররা।

আরেকদিকে, বিমানের দরজা খুলে দেওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। দরজার পাশে থাকা একাধিক যাত্রী অচেতন হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করাও হয়। ওই ঘটনায় ১২জন যাত্রী সামান্য আহত হন বলেও জানা গিয়েছে।দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রকের এক আধিকারিক জানান, সেখানে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটেছে। আধিকারিকরা জানান, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তিনি ওই রকম কাজ করেন তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই জন্য তাঁকে শাস্তির মুখেও পড়তে হতে পারে। তাঁর ১০ বছরের জেল হতে পারে বলেও জানানো হয়েছে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

কলকাতার-রসগোল্লা-রোল!-ভাইরাল-ভিডিয়ো-দেখে-বিরক্ত-খাদ্যরসিকেরা Read Next

কলকাতার রসগোল্লা রোল! ...