You will be redirected to an external website

দেওয়াল বেয়ে উপরে উঠছে অজগর! ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজেনরা

দেওয়াল-বেয়ে-উপরে-উঠছে-অজগর!-ভিডিয়ো-দেখে-শিউরে-উঠছেন-নেটিজেনরা

দেওয়াল বেয়ে উপরে উঠছে অজগর

মাঝেমধ্যেই বিভিন্ন ধরণের ভিডিয়ো ভাইরাল হয় নেট মাধ্যমে। কখনও কোনও ১০ফুট লম্বা পাইথনকে জড়িয়ে ধরতে দেখা যায় চিড়িয়াখানার দেখাশোনা করার দায়িত্বে থাকা কোনও কর্মীকে, আবার কখনও কোনও হিংস্র জন্তুর সঙ্গে খেলতে দেখা যায় কোনও ব্যক্তিকে। আর এবার, ইন্টারনেটে আরও একটি অজগর সাপের ভিডিয়ো হল ভাইরাল। নতুন এই ভিডিয়োতে দেওয়াল বেয়ে একটি অজগর সাপকে উঠতে দেখা গেল। ভাইরাল এই ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সুশান্ত নন্দ নামক এক ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, "উপরে যাওয়ার জন্য সবসময় সিঁড়ির প্রয়োজন পড়ে না।"

৩২ সেকেন্ডের এই ভিডিয়ো ক্লিপে সিঁড়ির পাশের একটি দেওয়াল দেওয়ার বেয়ে অজগর সাপটিকে উঠতে দেখা যায়। নেট মাধ্যমে শেয়ার হওয়া মাত্রই নিমেষের মধ্যে এই ভিডিয়োটি ভাইরাল হয়। কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১০,০০০ ভিউ ছাড়িয়ে যায় এই ভিডিয়োটির। এছাড়াও, বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারীকে এই ভিডিয়োটি রিটুইট করতেও দেখা যায়।

ভিডিয়োটিতে এই অজগর সাপটির দৈর্ঘ্য সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে, সাপটি যে বেশ লম্বা, তা পরিস্কার বোঝা যাচ্ছে এই ভিডিয়োটি দেখে। আর তা দেখেই শিউরে উঠছেন নেটিজেনরা। যেই ব্যক্তি এই ভিডিয়োটি শুট করেছেন, সাহসের জন্য তাঁকে কুর্নিশও জানিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি, নেট মাধ্যমে এমন আরও একটি ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। সেখানে একটি চিড়িয়াখানার দায়িত্বে থাক জে ব্রিওয়ের নামক এক ব্যক্তিকে একটি অজগর সাপকে নিজের হাতে তুলে নিতেও দেখা যায়।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

-জীবনে-এক-বারও-জল-দিয়ে-স্নান-করেন-না!-এক-বিশেষ-পদ্ধতিতে-পরিচ্ছন্ন-থাকেন-এই-জনজাতির-মানুষ Read Next

জীবনে এক বারও জল দিয়ে স্...