You will be redirected to an external website

সাঁতার কাটার সময় চলে এল ভয়ংকর সাপ! মুহূর্তে ঘটল ভয়ংকর কাণ্ড

সাঁতার-কাটার-সময়-চলে-এল-ভয়ংকর-সাপ!-মুহূর্তে-ঘটল-ভয়ংকর-কাণ্ড

সাঁতার কাটার সময় চলে এল ভয়ংকর সাপ

Viral Video সাপের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাপের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা সকলকে চমকে দিয়েছে। একটি জলাশয়ের মধ্যে সাঁতার কাটছিলেন বেশ কয়েকজন। আচমকা সেখানে প্রবেশ করে একটি বিশাল সাইজের সাপ। তাকে দেখেই সবাই ভয় পেয়ে জল থেকে ওঠার চেষ্টা করতে থাকেন। মুহূর্তে ঘটে যায় মারাত্মক বিপদ।

সোশ্যাল মিডিয়ায় সাপের বিভিন্ন ধরনের ভিডিয়ো রয়েছে। কিন্তু, সম্প্রতি যে সাপের ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বিশাল সাইজের এক সাপ আচমকা প্রবেশ করে একটি জলাশয়ের মধ্যে। সেখানে তখন অনেকেই সাঁতার কাটছিলেন। এর মধ্যেই সেই সাপকে দেখা যায়। বিশাল সাইজের বিষাক্ত সেই সাপকে দেখে সকলেই নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। wildistic নামের একটি ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে যে, একটি জলাশয়ের মধ্যে অনেকে সাঁতার কাটছেন। এছাড়াও সেই জলাশয়ের মধ্যে অনেকেই স্নান করছেন। আবার অনেকে সেই জলাশয়ের সামনে বসে রয়েছেন। সেই জলাশয়টি পাহাড়ের মধ্যে অবস্থিত। চারিদিকে পাথর এবং মাঝখানে সেই জলাশয়। সকলেই যখন গরমের মধ্যে সেই জলাশয়ে মজা করতে ব্যস্ত, আচমকা এক বিশাল সাইজের সাপের আবির্ভাব হয়। ওই বিশাল সাইজের বিষাক্ত সাপ সেই জলাশয়ে এমন ভাবে প্রবেশ করে যে সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে যান। এর মধ্যে দেখা যায় যে, একজন যুবকের দিকে সেই সাপ জোর গতিতে এগিয়ে আসছে। ওই যুবক বিশাল সাইজের সাপকে দেখে তাড়াতাড়ি জল থেকে ওঠার চেষ্টা করতে থাকেন। সাপটি তাঁর কাছে আসার আগেই ওই যুবক জল থেকে উঠে যান। এক সেকেন্ডের জন্য বিশাল বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো তোলা হয়েছে জলাশয়ের ধার থেকে। ভাইরাল সেই ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে যে, আচমকা বিশাল সাইজের একটি সাপ প্রবেশ করে সেখানে। সেই জলাশয়ের কেউ কিছু বোঝার আগেই চলে আসে সাপ। এর ফলে মুহূর্তের মধ্যে সেখানকার পরিস্থিতি বদলে যায়। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কারণ এক সেকেন্ড এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

প্রেমিকা-কার?-কোচিং-সেন্টারে-লাথালাথি-দুই-সহপাঠীর,-‘ডুয়েল’-থামাতে-ছুটে-এলেন-শিক্ষক Read Next

প্রেমিকা কার? কোচিং সেন্...