You will be redirected to an external website

রাস্তার মধ্যিখানে বসে জল খাচ্ছে বাঘ, প্রকাশ্যে সেই ভিডিয়ো

রাস্তার-মধ্যিখানে-বসে-জল-খাচ্ছে-বাঘ,-প্রকাশ্যে-সেই-ভিডিয়ো

রাস্তার মধ্যিখানে বসে জল খাচ্ছে বাঘ

রাস্তার দু’দিকে আচমকাই থমকে গেল একের পর এক গাড়ি। কারণ, তখন রাস্তা দখল করে রেখেছে বাঘটি। রাস্তার পাশে যে জল জমেছিল, সেই জলই পান করছে সে। রাস্তার মধ্যে বাঘকে জল খেতে দেখা মাত্রই দূরে দাঁড়িয়ে পড়ল একের পর এক গাড়ি। চারদিকে শুনশান। খুব জল তেষ্টা পেয়েছিল বোধহয় বাঘের, তাই কোনও দিকে তাকিয়ে একমনে জল খেল।

জঙ্গল সাফারিতে সেই সময় বেরিয়েছিলেন অনেক পর্যটক। গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যিখানে রাস্তায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যাকে দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পর্যটকেরা, সে-ই যে নিজে থেকে এ ভাবে দেখা দেবে, তা বোধহয় ভাবেননি পর্যটকেরা। আর সে কারণেই বাঘটিকে দেখে উচ্ছ্বসিত পর্যটকেরা।

ভিডিয়োটি টুইট করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক আকাশদীপ বাধওয়ান। ঘটনাটি উত্তরপ্রদেশের কাটারনিয়াঘাট অভয়ারণ্যের।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

জ্যাকপট-জিতে-বিস্মিত-তিনি,মিলল-সাড়ে-পাঁচ-কোটি-টাকার-জ্যাকপট! Read Next

জ্যাকপট জিতে বিস্মিত তি...