You will be redirected to an external website

Mini African: ভারত বৈচিত্র্যময় দেশ,ভারতে রয়েছে এক চিলতে আফ্রিকা, যাবেন নাকি এখানে?

Mini-African:-ভারত-বৈচিত্র্যময়-দেশ,ভারতে-রয়েছে-এক-চিলতে-আফ্রিকা,-যাবেন-নাকি-এখানে?

ভারতের বুকে রয়েছে এক চিলতে আফ্রিকা

ভারতের বুকে রয়েছে এক চিলতে আফ্রিকা। গুজরাতের জাম্বুর গ্রামে বাস কৃষ্ণাঙ্গদের। এই জাম্বুরকে বলা হয় ভারতের ‘মিনি আফ্রিকান ভিলেজ’। কয়েক যুগ ধরে তারা বাস করে আসছে এই অঞ্চলে। সিদ্দি কমিউনিটির অংশ জাম্বুর গ্রামের বাসিন্দারা।

মনে করা হয়, ৭ম শতাব্দীতে আরব থেকে প্রথম এই কৃষ্ণাঙ্গরা ভারতে আসেন। এরা মূলত দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। কেউ নাবিক, কেউ বনিক আবার কাউকে দাস বানিয়ে নিয়ে আসা হয় ভারতে। আবার বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, এঁরা বান্টু উপজাতির মানুষ। দক্ষিণ-পূর্ব আফ্রিকায় এই বান্টু উপজাতির দেখা পাওয়া যায়। এঁদের বেশিরভাগকে পর্তু‌গিজ দাস বানিয়ে নিয়ে এসেছিল ভারতে।

প্রথমদিকে, জাম্বুর গ্রামের বাসিন্দারা আবিসিনিয়ান এবং পারসিক নামে পরিচিত ছিল। হাবশিস নামেও পরিচিত ছিল। পরে সিদ্দি উপাধি পেয়েছে। মনে করা হয়, সিদ্দিদের জুনাগড়ের নবাব আফ্রিকা থেকে এখানে নিয়ে এসেছিল। এই সিদ্দি নামটি এসেছে আরবি শব্দ সাইয়্যিদ/সাইদ থেকে, যার অর্থ মাস্টার।

বর্তমান ভারতে প্রায় ৬০ হাজার সিদ্দি উপজাতির মানুষের বাস। জাম্বুরের পাশাপাশি কর্নাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো উপকূলীয় রাজ্যগুলিতে ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করে। এমনকী পাকিস্তানের মাকরান ও করাচিতেও দেখা পাওয়া যায় সিদ্দি উপজাতির মানুষদের।

স্থানীয় মানুষের মুখে জাম্বুর ‘সিদ্দি গ্রাম’ নামেই পরিচিত। গুজরাতের জুনাগড় জেলায় অবস্থিত এই গ্রাম। দক্ষিণ গির থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত জাম্বুর। সবচেয়ে কাছের বিমানবন্দর হল দিউ, যা জাম্বুর থেকে ৭১ কিলোমিটার দূরে রয়েছে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

অনলাইনে-আইফোন-অর্ডার-দিয়ে-হাতে-পেলেন-সাবান!থানায়-ছুটলেন-যুবক Read Next

অনলাইনে আইফোন অর্ডার দি...