You will be redirected to an external website

Anant Ambani:ঘড়ির দামই ১৮ কোটি! কী কী মূল্যবান সম্পত্তি রয়েছে অনন্ত অম্বানীর?

Anant-Ambani:ঘড়ির-দামই-১৮-কোটি!-কী-কী-মূল্যবান-সম্পত্তি-রয়েছে-অনন্ত-অম্বানীর?

অনন্ত অম্বানীর সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়

পোশাকের আড়ম্বর দেখে চোখ ধাঁধিয়ে গেলেও পাপারাৎজিদের নজর আটকে পড়ে অনন্তের হাতের দিকে। সবুজ রঙে ঘেরা ডায়ালের ভিতরেও ঘড়ির কাঁটা ছুটে চলেছে। কিন্তু থমকে গিয়েছিলেন পাপারাৎজিরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘড়িটি কিনতে ১৮ কোটি টাকা খরচ করেছেন অনন্ত। ঘড়িটির নাম ‘গ্র্যান্ডমাস্টার চাইম’।মূল ডায়াল ছাড়াও দু’টি আলাদা ডায়াল রয়েছে অনন্তের ঘড়িতে। ‘পাটেক ফিলিপ’ সংস্থার এই ঘড়িটি নাকি বিশ্বের বিলাসবহুল ঘড়িগুলির মধ্যে অন্যতম।

অনন্তের পাশাপাশি নজর কেড়েছেন রাধিকাও। শাহাব-দুরাজির ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন লেস শাড়ি পরেছিলেন তিনি। ‘হার্মেস কেলি’ সংস্থার মিনিব্যাগ নিয়ে দেখা যায় তাঁকে।রাধিকার হাতের ব্যাগটি আকারে এতটাই ক্ষুদ্র যে, তার ভিতরে কী যে রাখবেন, তা চিন্তার বিষয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ব্যাগটির মূল্য দু’কোটি টাকা।পোশাকের সঙ্গে মানানসই ‘হিমালয়ান প্রিমিয়ার স্যান্ডেল’ পরেছিলেন রাধিকা। হার্মেস সংস্থার এই জুতোর মূল্য চার লক্ষ টাকার কাছাকাছি।

অনন্তের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। দুবাইয়ের পাম জুমেইয়ার সমুদ্রসৈকতের সামনে একটি ভিলা রয়েছে অনন্তের। সেই ভিলায় রয়েছে দশটি বেডরুম।এ ছাড়াও প্রাইভে়ট স্পা রয়েছে এই ভিলায়। ঘরের ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে ঘরের বাইরেও আলাদা করে সুইমিং পুল রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুবাইয়ে ভিলাটির মূল্য ৬৫৫ কোটি টাকা।বিলাসবহুল গাড়ি নিজের সংগ্রহে রাখার শখ রয়েছে অনন্তের। ‘মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস ডব্লিউ২২০’ মডেলের গাড়ি কিনেছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই গাড়িটির মূল্য ১.৭১ কোটি থেকে প্রায় দুই কোটি টাকা।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

কাঠফাটা-গরমের-টানে-বরফিলা-ফুচকা-! Read Next

কাঠফাটা গরমের টানে বরফি...