You will be redirected to an external website

মুম্বইতে স্থায়ী ঠিকানা পাওয়ার পথে দেশের প্রথম অ্যাপল স্টোর !

মুম্বইতে-স্থায়ী-ঠিকানা-পাওয়ার-পথে-দেশের-প্রথম-অ্যাপল-স্টোর-!

মুম্বইয়ে দেশের প্রথম স্টোর খুলে দিতে চলেছে অ্যাপল । সংগৃহীত ছবি

 দীর্ঘ অপেক্ষার পর মুম্বইয়ে দেশের প্রথম স্টোর খুলে দিতে চলেছে অ্যাপল । বুধবার এই টেক জায়ান্ট সংস্থা মুম্বইয়ে নিজেদের স্টোরের পর্দা উন্মোচন করেছে। প্রসঙ্গত মুম্বইয়ের বিকেসি এলাকার এই স্টোর ভারতের প্রথম স্টোর অ্যাপলের।

সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত অ্যাপল স্টোরটি শীঘ্রই গ্রাহকদের জন্য খুলে দেওয়া হবে। অ্যাপল জানিয়েছে মুম্বইয়ের কালো হলুদ ট্যাক্সির থিম দ্বারা অনুপ্রাণিত হয়ে, অ্যাপল বিকেসি পণ্য এবং পরিষেবাতে এই ডিজাইনের ছোঁয়া রাখবে।বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপড-সহ বিভিন্ন পণ্য। পাশাপাশি বিভিন্ন পরিষেবাও মিলবে। প্রসঙ্গত ভারত সরকারের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর অবশেষে জট কাটে অ্যাপল স্টোর খোলার বিষয়ে।

অ্যাপলের তরফে সরকারি ভাবে কিছু জানানো না হলেও ফক্সকন টেকনোলজি গ্রুপের চেয়ারম্যান টেরি গোউ সম্প্রতি জানিয়েছেন, চিনে তাঁদের বাজার বাড়ানোর আর কোনও সম্ভাবনা না থাকায়, চলতি বছরেই ভারতে আরও বেশি পরিমাণে আইফোন তৈরি শুরু করতে চলেছেন তাঁরা। তাঁর দাবি, আগামী দিনে ভারতের স্মার্টফোনের বাজারে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছেন তাঁরা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্যক্তিগত নিমন্ত্রণে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে সামিল হয়ে শ্রীপেরামবুদুরে তাদের হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কর্পোরেশানের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে সেখানে বিপুল পরিমাণে আইফোনের সাম্প্রতিক মডেলগুলি তৈরির কাজ শুরু করতে চলেছে ফক্সকন টেকনোলজি। চিনা হ্যান্ডসেট নির্মাতা সংস্থা শাওমির ফোনও ভারতে ফক্সকনই তৈরি করে। তামিলনাডুর শিল্পমন্ত্রী এম সি সম্পৎ সম্প্রতি জানিয়েছেন, ২৫০০ কোটি টাকার বেশি লগ্নি করে তাদের শ্রীপেরামবুদুর কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে ফক্সকন। ওই বিনিয়োগ হলে অতিরিক্ত ২৫,০০০ নতুন কর্মসংস্থান হবে। সন্দেহ নেই, অ্যাপল, শাওমি-সহ বিশ্বের বিভিন্ন নামজাদা সংস্থার হ্যান্ডসেট তৈরি করার জন্যই ফক্সকন তাদের শ্রীপেরামবুদুর কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইছে।

AUTHOR :Rita Ghosh

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

কোনো-মানুষ-নয়-,-আস্ত-এক-মুরগি-পেলো-বিশ্ব-সুন্দরীর-খেতাব- Read Next

কোনো মানুষ নয় , আস্ত এক মু...