৪ কোটির নোট কুড়োলেন শিল্পী
গুজরাতের লোকসঙ্গীত শিল্পী গীতা রবারী সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরের আয়োজন করেছিলেন। সারা রাত ধরে সেই আসরে গানবাজনা চলে। গীতার গানে মুগ্ধ হন শ্রোতারা। অনেকেই খুশি হয়ে টাকা উড়িয়েছেন। গীতার আশপাশে টাকার নোটের পাহাড় জমে যায়।
গীতার গানের আসরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, মেঝেতে পাতা কার্পেটের উপর বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন গীতা। জমকালো পোশাক এবং নানা গয়নায় সেজেছেন তিনি। তাঁর পাশে কয়েক জন যুবক দাঁড়িয়ে আছেন। তাঁরা যে যেমন পারছেন টাকা ছড়িয়ে দিচ্ছেন। ৫০০, ১০০ এমনকি ২০ টাকার নোটও ওড়ানো হয়েছে ওই গানের আসরে।
লোকসঙ্গীতে গীতার জনপ্রিয়তা কম নয়। কেউ কেউ তাঁকে ‘কচ্ছের কোয়েল’ বলে ডাকেন। আঞ্চলিক ভাষায় ‘রোমা সের মা’ গানটির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন গীতা। তাঁর গলায় ভজনও শ্রোতাদের খুব প্রিয়। গুজরাতের সংস্কৃতিকে গানের মাধ্যমে তুলে ধরেন গীতা। সেই কারণেই রাজ্যের সংস্কৃতিপ্রিয় শ্রোতাদের গীতার গান এত ভাল লাগে। লোকের মুখে মুখে ঘোরে তাঁর গানের কলি।